ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

এখানে বসে ‘শখ‘ বেচাকেনার হাট!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

শুক্রবার এলেই একদল উচ্ছ্বল কিশোর প্রাণের টানে মিলিত হয়। একদল কিশোরের হাতে থাকে খাঁচাভর্তি দেশী -বিদেশী নানান প্রজাতির কবুতর। আরেকদল কিশোর আসে খালি হাতে। দু’দল কিশোরের মিলন মেলায় শখ কেনাবেচা হয়। কেউ শখের কবুতর বিক্রি করে আর কেউ শখ করে কিনেন। কুমিল্লা টমসম ব্রীজ- কোটবাড়ী সড়কের দিদার সমিতি। গত চার বছর ধরে এখানে কবুতর বেচা কেনা করে শৌখিন কিশোররা। শুক্রবার জুম্মার নামাজের পরে কেনা বেচা শুরু হয়ে পুরো বিকেল পর্যন্ত চলে।

কবুতর বাজারের আয়োজক চার কিশোর। শখের বসে তারা দিদার সমিতিতে কবুতর বেচাকেনার আয়োজন করে। চার কিশোরের মধ্য একজন জাফর ইমাম জানান, তারা তিন বন্ধু মাইনউদ্দিন, মারুফ ও মিঠু মিলে ২০১৬ সালে কবুতর হাটের আয়োজন করেন। তখন থেকে প্রতি শুক্রবার হাটে চার পাঁচজন কবুতর বিক্রি করতেন। আর এখন ২০১৯ সাল মাত্র চার বছরে শেষে প্রতি হাটবারে দুই থেকে আড়াইশ জন কবুতর বিক্রি করতে আসেন।
দিদার সমিতিতে এত প্রকার কবুতর আসে দূরদূরান্ত থেকে মানুষজন আসেন কবুতর কিনতে। শুক্রবার জুম্মার নামাজের পরে হাট জমজমাট হয়ে উঠে। প্রতি হাটবারে অর্ধ লাখ টাকার কবুতর বিক্রি হয় দিদার সমিতি এলাকার কবুতর হাটে। এখন দিদার সমিতি এলাকায় পাখি বিক্রির স্থায়ী দোকান চালু হয়েছে। দোকানগুলোতে এখন কবুতর ছাড়াও গৃহপালিত নানান প্রজাতির পাখ-পাখালী বিক্রি হয়।

কবুতর হাট থেকে একজোড়া গিরিবাজ ও তার জোড়া মিলানোর জন্য একটি সালটিন জাতের পায়রা কিনেছেন ওমর সুফিয়ান। তিনি জানান, পঞ্চম শ্রেণি পড়া অবস্থায় কবুতর পালনের শখ জাগে। এখন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। কবুতর পালনের শখ সেই সময়।

সুফিয়ান জানান, আগে কোথায় কে কবুতর বিক্রি করবে সে খবর রেখে কবুতর কিনতে যেতাম। এছাড়াও বিভিন্ন হাটে যেখানে গৃহস্থরা হাঁস মুরগী বিক্রি করতো সেখানেও কবুতর কিনতে যেতাম তবে সব সময় পছন্দের কবুতর পেতাম না। এখন দিদার সমিতির কবুতর হাটে পছন্দের সব কবুতর পাই। তাই সপ্তাহের শুক্রবারের জন্য অপেক্ষা করি। আর শুক্রবারই আমাদের শখ কেনাবেচা হয় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে।