ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

রিফাতকে হারিয়ে স্বজনদের আর্তনাদ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

মাহফুজ নান্টু। কুমিল্লা শহরতলীর সাতরা এলাকায় দুবৃর্ত্তের হাতে খুন হওয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাতের ছবি নিয়ে কাঁদছেন স্বজনরা। গতকাল সাতরা এলাকায় রিফাতের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর অশ্রæসজল চোখ।
নিহত রিফাতের নানা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা আবদুল বারেক রিফাতের জন্ম সময়ে তোলা ছবি বুকে জড়িয়ে ধরে- রিফাতরে কই গেলিরে নানা আমার.. বলে আহাজারি করে চলছেন। এটুকুন বয়সে ভাই হারিয়ে নির্বাক রিফাতের ছোট দু’ভাই আরফাত ও আরমান। নানার পাশে বসে ভাইয়ের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাদের।
আবদুল বারেক বলেন, আমার মেয়ের ঘরে দু’বার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। হতে পারে এ ঘটনার সাথে সম্পৃক্তরা আমার নাতিকে মেরে ফেলেছে।
চার কক্ষ বিশিষ্ট ঘরটির মাঝের কক্ষে রিফাতের নানী,রিফাতের মা ও ফুফুরা ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন। তাদের আহাজারিতে পুরো সাতরা এলাকার পরিবেশ ভারি হয়ে আছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো লোকের সমাগম ঘটে রিফাতদের বাড়িতে।
গতকাল সন্ধ্যা অবধি কিছুই মুখে তুলেননি সন্তান হারা রিফাতের মা। আদরের সন্তান হারিয়ে নির্বাক মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সবার দিকে। কোন সান্ত¦নাই যেন আজ সন্তান হারা মায়ের আহাজারিকে প্রবোধ দিতে পারছে না।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ময়নাতদন্ত শেষে লাশবাহী গাড়িটি যখন সাতরা এসে পৌঁছায় তখন রিফাতের লাশটি দেখতে হুমড়ি খেয়ে হাজারো মানুষ। এতটুকু একটি ছেলের গলা কাটা লাশ দেখে আবাল বৃদ্ধ বণিতা সবাই চোখ মুছেন আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে সৌদিতে চাকরি করছেন রিফাতের বাবা আলমগীর হোসেন। গত ৫ বছর পূর্বে একবার দেশে এসেছেন। এখন রিফাতের খুনের ঘটনা শুনে দেশে আসছেন। আজ দেশে ফিরলে রিফাতের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রিফাতের লাশ।
সাতরা এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান,এমন নৃশংস ঘটনার সাথে যারাই জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক জানান, আমরা ওই এলাকার আবদুল কাদেরের ছেলে হদয়কে(১৭) জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসেছি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। খুনিদের আটকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।