ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে কুবি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হকি টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হকি টিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথম ঘণ্টায় ০-০ গোলে ড্র করে উভয় টিম। এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে ৩-২ গোলে ঢাবির হকি টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুবির হকি টিম।

ম্যাচের বিষয়ে কুবি হকি টিমের খেলোয়াড় ওয়াকিল আহমেদ বলেন, আজকে আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো ছিল। প্রত্যেকটা খেলোয়াড় আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আশা করি, ফাইনালে আজকের মতো চেষ্টা করলে চ্যাম্পিয়ন হব।

Hockeyএ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে কুবি হকি টিমের অধিনায়ক মো. এরশাদ হোসাইন ঢাকা মেইলকে বলেন, বিগত পাঁচ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিম আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। আজকে ঢাবিকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করেছি। কুবি হকি টিম অন্যবারের তুলনায় এইবার খুবই আশাবাদী। আমরা আশা করি, ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে কুবি পরিবারের মুখ উজ্জ্বল করব।

ফাইনাল নিশ্চিতের পর কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উচ্ছ্বসিত কণ্ঠে ঢাকা মেইলকে বলেন, আমি খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে আমরা বরাদ্দ বাড়িয়েছি। হকিতে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও বিভিন্ন অর্জন নিয়ে আসবে।