ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষক আত্মহত্যা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে ইসমাইল হোসেন (৪৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামের নিহতের শশুর বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ইসমাইল হোসেন একই উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন কৈত্রা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি এক মেয়ে ও তিন পুত্রসন্তানের পিতা বলে জানান লাকসাম থানার এসআই আনোয়ার হোসেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইসমাইল হোসেন তার নিজ বাড়ীর কৈত্রা গ্রামে সে তার স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে মঙ্গলবার শশুর বাড়ির কামড্যা গ্রামে বেড়াতে আসেন।
ওই দিন রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোর রাতে শোয়ারঘরে স্ত্রীর ঘুম ভেঙে স্বামীকে পাশে না পেয়ে তাদের রান্নাঘরে দেখতে পায় তার স্বামী ইসমাইল হোসেন গলায় ফাঁস অবস্থায় পড়ে রয়েছে।
এ সময় স্ত্রীর আত্মচিৎকারে এলাকার বাসিন্দা এসে থানা পুলিশকে খবর দেয়। নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, ওই দিন রাত প্রায় ৫ টা দিকে স্বামীকে পাশে দেখে না পেয়ে ঘরের বাহিরে ডাকাডাকি করি। তাহার সাড়াশব্দ না পেয়ে রান্না ঘরে যাইয়া দেখি ঘরের ভূতুরের সাথে লাইলন রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে পড়ে আছে। তিনি দীর্ঘদিন ঋণগ্রহ ছিলেন।
ঋণের টাকার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ হতাশাগ্রস্থ ছিলেন। নিয়মিত ঋণের কিস্তি দিতে না পারায় তিনি মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেন।
লাকসাম থানার (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ রাতে বলেন, বুধবার সকালে ঘটনাস্থল থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।