কুমিল্লার নিমসার কাঁচাবাজারে প্রতিদিনের কেনা-বেচা ১৫ কোটি টাকা
কুমিল্লার ধ্বনি
প্রকাশিত: ১ নভেম্বর ২০২০

চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ শাক-সবজির বাজার কুমিল্লার নিমসার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বুড়িচং অংশে অবস্থিত এ বাজারে দৈনিক গড়ে ১৫ কোটি টাকার শাক-সবজি বিক্রি হয়। মাসে বিক্রি হয় ৪৫০ কোটি টাকার শাক-সবজি। কুমিল্লা ছাড়াও আরও আট জেলার খুচরা বিক্রেতারা শাক-সবজি সংগ্রহ করেন এ বাজার থেকে।
আড়তদারেরা জানান, প্রতিটি আড়তে দৈনিক গড়ে ছয়লাখ টাকার শাক-সবজি বিক্রি হয়। সে হিসেবে পাইকারি আড়তগুলোতে দৈনিক ৯কোটি টাকার শাক-সবজি বিক্রি হয়। বাকি ছয় কোটি টাকা বিক্রি হয় খুচরা ও মাছ বাজারে। কেউ ১০লাখ টাকার সবজি আবার কেউ একলাখ টাকার সবজিও বিক্রি করেন। যাদের অভিজ্ঞতা, পরিচিতি ও পুঁজি বেশি-তাদের বিক্রিও বেশি।
বাজারটিতে গিয়ে দেখা যায়, মহাসড়কের সোয়া এক কিলোমিটার জুড়ে ট্রাকের সারি। ট্রাক থেকে শাক-সবজি নামাচ্ছেন আড়তদারেরা। আবার খুচরা বিক্রেতারা মালামাল ক্রয় করে তুলছেন ট্রাকে। আড়তে জায়গা না পেয়ে কেউ কেউ মহাসড়কের ওপরে শাক-সবজি বিক্রি করছেন। আবার অনেকে ট্রাক থেকে পণ্য না নামিয়ে সরাসরি বিক্রি করছেন। খুচরা বিক্রেতারা স্বাভাবিক নিয়মে আড়ৎ থেকে সবজি ক্রয় করলেও শাক বিক্রি হয়ে যাচ্ছে ট্রাক থেকে নামানোর আগেই। বৃষ্টির কারণে পর্যাপ্ত শাক সরবরাহ করতে না পারায় এবং আড়ৎ কর্দমাক্ত থাকার কারণে ট্রাকের মধ্যে রেখেই শাক বিক্রি করছেন পাইকাররা।
তিন অংশে বিভক্ত বাজারটির এক অংশে আড়ৎ, অপর অংশে খুচরা শাক-সবজি, ফলমূল এবং অন্য অংশে আলু, মসলার পাইকারি এবং মুরগি ও মাছের খুচরা বাজার বসে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় বসে পাইকারি বাজার। চলে পরদিন সকাল ১০টা পর্যন্ত। রাত ১০টার পর জমজমাট হয়ে ওঠে পাইকারি বাজারের কেনাকাটা। সকাল ৭টার পর আড়ৎগুলো খালি হতে থাকে। তখন খুচরা বাজারে বিক্রি শুরু হয়। খুচরা বাজারে কেনাকাটা চলে বেলা ১১টা পর্যন্ত। বাজারে প্রতিদিন পাইকারি মালামাল বিক্রির দেড় শতাধিক আড়ৎ ও খুচরার চার শতাধিক শাক-সবজির দোকান বসে। বাজারের ইজারাদারদের অধীনে তিন শতাধিক লোকবল রয়েছে, যারা বাজার তদারকি ও খাজনা আদায় করে থাকেন।
ব্যবসায়ীদের সূত্রমতে, আড়তে যেসব শাক-সবজি বিক্রি হয় তার বেশিরভাগ আসে রাজশাহী, বগুড়া, মাগুরা, ঠাকুরগাঁও, শেরপুর, সিরাজগঞ্জ, যশোর, জামালপুর ও পার্বত্য চট্টগ্রাম থেকে। কিছুসংখ্যক মালামাল আসে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে। এ বাজার থেকে মালামাল ক্রয় করেন কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের খুচরা বিক্রেতারা। এছাড়া ঢাকার কিছু কিছু খুচরা বিক্রেতারাও পাইকারিতে পণ্য ক্রয় করেন নিমসার থেকে। আড়তদারদের বেশিরভাগ কুমিল্লার স্থানীয়।
ব্যবসায়ীরা জানান, লাগাতার বৃষ্টির কারণে শাক-সবজির সরবরাহ কম। তবে চাহিদা ব্যাপক, দামও বেশি। দাম বেশি হওয়াতে মালামাল সরবরাহ কম হলেও বাজারের দৈনিক গড় বিক্রিতে তেমন কোনো তারতম্য হচ্ছে না। বাজারে পাইকারি বিক্রির শীর্ষে রয়েছে কচুর ছড়া, আলু, শসা ও করলা। সম্প্রতি দৈনিক গড়ে এক হাজার টন ছড়া, আটশ’ টন শসা, আড়াই হাজার টন আলু ও ছয়শ’ টন করলা বিক্রি হচ্ছে এ বাজারে। মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০টন।
আড়তদাররা জানান, শীত ঘনিয়ে আসলে বাজারে তরকারির সরবরাহ প্রচুর বাড়বে। টাকার অঙ্কে বেশি না হলেও পরিমাণে বর্তমান সময়ের চেয়ে প্রায় তিনগুণ শাক-সবজি বেশি বিক্রি হবে। ইতিমধ্যে কুমিল্লার গোমতী নদী তীরবর্তী অঞ্চলে চাষকৃত মুলা, ফুলকপি ও বাঁধাকপি বাজারে আসতে শুরু করেছে। বেড়েছে স্থানীয় কৃষকদের আনাগোনাও।
কুমিল্লার আড়তদার আব্দুল মালেক কচুর ছড়াসহ অন্যান্য শাক-সবজি বিক্রি করেন। তিনি জানান, প্রতিদিন ১৫০টনের মতো ছড়া বিক্রি হয় তার। অন্যান্য সবজি বিক্রি করেন ২০টনের মতো। দৈনিক যে পরিমাণ লাভ হয়, তাতে বেশ সন্তুষ্ট তিনি।
সোহেল মিয়া নামে কুমিল্লার অপর এক আড়তদার জানান, দৈনিক ৭০-৮০ টন শসা বিক্রি করেন তিনি। এখন পাইকারিতে প্রতি কেজি শসা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, চাহিদা অনুপাতে শসার সরবরাহ অনেক কম। শীতে প্রতিদিন ১২০টন শসা বিক্রির ব্যাপারে আশাবাদী তিনি।
বগুড়ার আড়তদারর আবদুর রহিম। বিক্রি করেন মরিচ ও গাজর। তিনি জানান, দৈনিক ১৪০ মণ মরিচ ও ৫০মণ গাজর বিক্রি হয় তার।
রাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন জানান,‘১৫ বছর ধরে নিমসার বাজারে টমেটো ও অন্যান্য কাঁচা তরকারি বিক্রি করছেন তিনি। প্রতিদিন ৪৫০মণের মতো টমেটো বিক্রি করেন এ আড়তদার।
আলুর আড়তদার নিমসারের স্থানীয় আরিফ হোসেন বলেন,‘ প্রতিদিন গড়ে তিন হাজার বস্তা আলু বিক্রি করি। প্রতি বস্তায় ৬০ কেজি আলু থাকে।’
খুচরা বিক্রেতা বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে লালশাক ও ডাটাশাক বিক্রি করেন নিমসার কাঁচাবাজারে। এবার বৃষ্টিতে ভালো ফলন হয়নি তার। তবে দাম নিয়ে সন্তুষ্ট তিনি।
আবুল বাশার নামে অপর এক খুচরা বিক্রেতা জানান, নিমসার থেকে শাক-সবজি সংগ্রহ করে কুমিল্লার বাদশা মিয়া বাজারে বিক্রি করেন তিনি। মনমতো পণ্য পাচ্ছেন না, দামও চড়া।
নিমসার বাজারের ইজারাদার আবদুল্লাহ আল মামুন বলেন,‘বৃষ্টির কারণে বাজারে প্রবেশে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা সমস্যা সমাধানে কাজ করবো।’
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন জানান,‘নিমসার বাজার এই অঞ্চলের বড় বাজার। বাজারটিতে জলাবদ্ধতার কিছু সমস্যা রয়েছে। আমরা সমস্যা নিরসনের জন্য কাজ করবো।’

- জেলাপর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে সরকার :প্রধানমন্ত্রী
- ভাসানচরে রোহিঙ্গাদের দেয়া সুযোগ-সুবিধায় ওআইসি’র সন্তোষ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি
- রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছে সংসদীয় কমিটি
- আজ থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- ২৭ পৌরসভায় আওয়ামী লীগের জয়, বিএনপি একটিতে
- ৩১ লাখ ছাড়াল দেশে করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা
- ৩১ লাখ ছাড়াল দেশে করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা
- বন্যপ্রাণী রক্ষায় বঙ্গবন্ধু পদক পাচ্ছেন ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
- শিগগিরই বেসরকারি হাসপাতালের সেবামূল্য নির্ধারণ: স্বাস্থ্যমন্ত্রী
- ভোট কেন্দ্রে ৩ ঘন্টায় একটি ভোটও পড়েনি
- বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
- লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে কুমিল্লার ৪ তরুণ
- দেশে আরও ৩ কোটি ডোজ টিকা আসছে
- চাঁদপুরে শীতকালীন শাক-সবজির উৎপাদন ১ লাখ মে.টন
- মেঘনায় মাছ ধরা নিষেধ রোববার মধ্যরাত থেকে
- কুমিল্লায় ১৩ বছর ভাতা নেয়ার পর জানা গেল তিনি অমুক্তিযোদ্ধা
- ঐতিহাসিক ‘৭ মার্চ’ উদযাপনে হঠাৎ বিএনপির বোধদয় কেন?
- সূর্যমুখীর ঝলকে বর্ণিল মাঠ
- নেশার টাকা না পেয়ে মাকে মেরেই ফেললেন পাপিয়া
- কুমিল্লার ঠাকুরপাড়ায় বড় ভাইয়ের প্রেমের বলি ছোট ভাই !
- করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫
- মেরুদণ্ডের হাড়ক্ষয়ের কারণ ও করণীয়
- মেট্রোরেলের প্রথম ধাপ দৃশ্যমান
- ভাসানচর পরিদর্শনে যাচ্ছে ওআইসির প্রতিনিধি দল
- বদলে যাবে এসিআর, আসছে এপিএআর
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি
- গাড়ি ও বাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা আসছে ইচ্ছেকৃত ঋণখেলাপিদের
- জিএসপি প্লাস সুবিধা আদায়ে প্রস্তুতি নেয়া হচ্ছে
- ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- সাচারে মা ও দুই মেয়েকে পিটিয়ে জখম
- ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা
- লাশ খেকো ভেবে বিলুপ্তপ্রায় প্রাণীকে বর্বরভাবে হত্যা
- ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের সামনে থুতু ফেলার জেরে সংঘর্ষ, যুবক নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় গত দুই বছরে ১৪৩৭ টি গ্রাম্য সংঘর্ষে নিহত !!!!!
- নাঙ্গলকোটে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা, খুনি আটক
- কুমিল্লায় মায়ের সাথে অনৈতিক সম্পর্ক দেখে কুপিয়ে আহত করলো ছেলে
- বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের যন্ত্রাংশ!
- ৪ লেন হচ্ছে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক
- কুমিল্লার ঠাকুরপাড়ায় বড় ভাইয়ের প্রেমের বলি ছোট ভাই !
- আজকের দিনেই হারিয়েছিলেন জহির রায়হান!
- কুমিল্লাতে একটি ইন্টারসেকশন ইউলুপ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার
- তরুণ দিপুর প্রতারণায় হতবাক পুলিশ, হাতিয়েছেন কোটি টাকা!
- ট্রেন চাপা থেকে বাঁচতে রেলসেতু থেকে খালে ঝাপ দিয়ে নিহত
- তিন পেগ মদ খেয়ে আমার মুখ দিয়ে রক্ত-বমি হয়: নেহা
- নেহার কু-কর্ম ফাঁসে বাকি ডিজে তরুণীদের সর্বনাশ
- ফরিদগঞ্জের রুমুরখাল খনন প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে
- ঢাকায় গাঁজা নিয়ে যাওয়ার সময় আশুগঞ্জে পিক-আপ সহ আটক ২
- মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসবে ২৩ এপ্রিল