ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

কুমিল্লায় বজ্রপাতে দুইজন নিহত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ মে ২০২৪  

কুমিল্লায় বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক মাটি কাটার শ্রমিক ও রিমন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে ও বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার খিরনশাল এবং সদর উপজেলার কোটবাড়ি এলাকায় বজ্রাঘাতে এ দুইজনের মৃত্যু হয়।
নিহত আনোয়ারুল হক লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং রিমন মনোহরগঞ্জ উপজেলার ফেনুয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর মাঠে বজ্রপাতে শ্রমিক আনোয়ারের মৃত্যু হয়। এসময় মুজিবুর নামে আরেক শ্রমিক আহত হন।
আহত মজিবুর রহমান বলেন, ‘লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে রবিবার সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০-১২ শ্রমিক। দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাত আনোয়ারুল হকসহ আমাদের কয়েকজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে রবিবার বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে নিহত হয় পলিটেকনিকেল কলেজের প্রথম বর্ষ শিক্ষার্থী রিমন।  
নিহত রিমনের প্রতিবেশী ও স্বজন মহিউদ্দিন জানান, বিকালে কোটবাড়ি মাঠে খেলতে যায় রিমন। এ সময়ে বজ্রপাত হলে সে মাঠে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রিমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে কথা বললে -তিনি জানান যে ঘটনাটি আমার মাধ্যমে অবগগত হয়েছেন।খোজ খবর নিয়ে নিশ্চিত করবেন।
এ বিষয়ে নিহত শিক্ষার্থী রিমনের চাচা নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-রিমনের মৃত্যুর খবর আমাদের পুরো পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। এটা আমাদের পরিবারের জন্য একটা অসহনীয় আঘাত।আল্লাহ যেন আমার ভাতিজাকে জান্নাত বাসী করেন।
পারিবারিক সূত্রে আর জানা যায়, রিমনের জানাযার নামাজ আজ সোমবার সকাল ৯টায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।