ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কুমিল্লায় হোটেল কর্মচারীকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ জুন ২০২৪  

২০১৮ সালে হোটেল কর্মচারী বদিউল আলমকে (৩০) পথরোধ করে হত্যার দায়ে মোঃ জাফর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (৬ জুন) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি মোঃ জাফর চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ জাফর (২৮)।
মামলার বিবরণে জানা যায়- ২০১৮ সালের ২৮ এপ্রিল দিবাগত-রাত পৌনে ১০টায় বদিউল আলমকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডিমাতলী গ্রামের জামে মসজিদের সামনে ফেলে রাখে। এরপর তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক অবস্থা আশংকাজনক কুমেক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

এ ব্যাপারে ২০১৮ সালের ২৯ এপ্রিল নিহতের মা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উত্তর কেচকিমুড়া'র মৃত ইসলাম মিয়ার মেয়ে হালিমা বেগম (৭০) বাদী হয়ে একই উপজেলার ঘোষতল গ্রামের জফরকে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একই উপজেলার ঘোষতল গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে আসামি মোঃ জাফর (২৮) ও একই উপজেলার কেচকিমুড়ার আঃ লতিফ এর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও ফেনী জেলার সদর উপজেলার বগইড় গ্রামের মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে আসামি মোঃ এনামুল হক বাবুলকে কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তৎপর হত্যার মূল রহস্য উদ্ঘাটন করে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতলের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে আসামি মোঃ জাফর (২৮) ও একই উপজেলার কেচকিমুড়া'র আবদুল লতিফ এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ফেনী'র সদর উপজেলার বগইড় গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে মোঃ এনামুল হক বাবলু এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দ-বিধির ৩৪১/৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২০ সালের ১৪ জানুয়ারি সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ জাফরকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং অপর দুই আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ এনামুল হক বাবলু এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
রায় ঘোষণা কালে দ-প্রাপ্ত আসামি মোঃ জাফর আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন বলেন আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।