ব্রেকিং:
ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁস: বড় হচ্ছে চক্রের তালিকা
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কৃষককে দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোয় স্বাস্থ্য সহকারীকে শোকজ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

কুমিল্লায় কৃষককে দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এক নারী স্বাস্থ্য সহকারীকে শোকজ করা হয়েছে।

শনিবার (১ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ১ জুন শিশুদের রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে প্রতি টিকাদান কেন্দ্রে সরকারি খরচে দুই জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার কথা থাকলেও লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কোনো স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়নি।

এর পরিবর্তে ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী তাছলিমা নাসরিন শ্রীপুর গ্রামের কৃষক ইয়াহিয়াকে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর আয়োজন করেন। কৃষক ইয়াহিয়ার খালি গায়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

পরে এ ঘটনায় রোববার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজিব ভট্টাচার্য্য অভিযুক্ত স্বাস্থ্য সহকারী তাছলিমা নাসরিনকে শোকজ করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য সহকারী তাছলিমা নাসরিন জাগো নিউজকে বলেন, কৃষক ইয়াহিয়ার বাড়িতে আমি ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছিলাম। কিছুক্ষণের জন্য আমি বাড়ির একটি ঘরে আমার বাচ্চাকে নিয়ে গেলে আমার অনুপস্থিতিতে কৃষক ইয়াহিয়া শিশুদের ক্যাপসুল খাওয়ান। তবে স্বেচ্ছাসেবী হিসেবে সরকারি তালিকায় ওনার নাম রয়েছে।

লালমাই উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কাজী শাহাদাত হোসেন বলেন, দায়িত্বে অবহেলার কারণে তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজিব ভট্টাচার্য্য বলেন, শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়াতে সরকারিভাবে প্রতিটি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ দিতে বলা হয়েছিল। ভুলইন উত্তর ইউনিয়নের শ্রীপুরে ইয়াহিয়ার বাড়ির কেন্দ্রে কেন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়নি সে বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারীর কাছে ব্যাখা চাওয়া হয়েছে।