ব্রেকিং:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরে বিভিন্ন মসজিদে দোয়া হাজীগঞ্জে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সোহাগসহ মোট গ্রেফতার ১৩ চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

চাঁদপুরে ইলিশ উৎসবের তৃতীয় দিনের আলোচনা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

জাটকা এবং মা ইলিশের পাশে, আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে” এ শ্লোগানকে হৃদয়ে ধারন করে চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের এ বছর ১৫ তম জাতীয় ইলিশ উৎসবের তৃতীয় দিন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অতিবাহিত হয়েছে।

গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাই।

কদিন আগে একটি পত্রিকায় ইলিশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন আমি চাঁদপুরের জেলার ইলিশের মূল্য সংগ্রহ করি। ২০১৬ সালে চাঁদপুর ইলিশের জন্য ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং হয়েছে চাঁদপুর। কিন্তু ইলিশের স্বাদ তো বাড়েনি। চাঁদপুর সিটি অব হিলশা করা হয়। আমরা লঞ্চে যখন আসা যাওয়া করতাম তখন দেখতাম ভাড়া ৪০/৫০ টাকা। বর্তমানে বরিশালে লঞ্চ গুলো বিলাশ বহুল। পদ্মা সেতু হওয়াতে যাত্রী কমেছে। লক্সারি ফ্রুডের আওয়তায় পরে এই ইলিশ মাছ। এখন আর আগের স্বাদ ইলিশে পাওয়া যায়না।

নদীর বড় বড় মাছ এখন আর চাঁদপুর ঘাটে আসেনা। চাঁদপুর জেলা ইলিশের জন্য ব্র্যান্ডিং হয়েছে। কিন্তু আমাদের আয়ের উৎস বাড়েনি। সে জন্য ইলিশ কেনা ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ একটি নিদ্দিষ্ট সময়ে সমুদ্র থেকে নদীতে আসে। সেই সময় অতিবাহিত হলে ইলিশ তার গন্হব্যে ফিরে যায়। একটি বনে যদি হরিণ বৃদ্ধি পায় বুঝতে হবে এ বনে বাঘ নেই। আবার বাঘ বেরে গেরে বুঝতে হবে এ বনে হরিণ নেই।

তেমনি ঢাকা, মুন্সিগঞ্জের পানি দূষিত হওয়ার কারণে কিছু দিন পূর্বে ষাটনল এলাকায় নদীতে প্রচুর মাছ মরে ভেসে উঠে ছিল। তাতে বুঝা যায় চাঁদপুরের নদীর পানি দূষন হয়ে পরছে। আমরা আইন প্রয়োগ আর মোবাইল কোট পরিচালনা করে কোনো লাভ হবে না যদিনা আমরা সচেতন না হই।

অন্যান্য বক্তারা বলেন, চতুরঙ্গের আজ ৪০ বছর। চতুরঙ্গ অনেক গুলো সাংস্কৃতিক উৎসব করেছে। রূপালী ইলিশ খ্যাত চাঁদপুর। সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল চাঁদপুরকে ইলিশের জন্য ব্র্যান্ডিং করে দিয়েছেন। লক্ষীপুরের মালেকের হাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি সেখানের নদীতে চর জেগে আছে। নদীর নাব্যতা ও চর কেটে দিলে ইলিশ নির্বিঘ্নে নদীতে চলতে পারবে। ইলিশ নিয়ে চাঁদপুরে অনেক কাজ হচ্ছে। ইলিশ নিয়ে আমরা যে অভিযান করি এই অভিযানে অনেকে সম্পৃক্ত থাকে।

মা ইলিশের সময় ২২ দিন এবং ডাক্তার দুই মাস যেভাবে অভিযান করি তাতে করে ইলিশ সম্পদ রক্ষার জন্য আমরা চেষ্টা করি। আমাদের চিন্তা চেতনা থাকে এই ইলিশ সম্পদ রক্ষার জন্য। স্থানীয় জনপ্রতিনিধার যেভাবে জেলেদেরকে বলবে তারা সেটা গ্রহণ করবে, যদি আমরা অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তারা বলি এটা জেলেরা গ্রহন করবে না। জনপ্রতিনিধিদের আমরা যদি সম্পৃক্ত করতে পারি তাহলে উপকারে আসতে পারে। অভিযানের সময় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রাখতে পারলে আমরা অভিযান সুন্দর ভাবে করতে পারবো।জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা সহায়তা পেলে আমরা যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছি তারা ইলিশ ও জাটকা রক্ষায় কাজ করতে পারবো। চাঁদপুরে সরকারি চাকুরি করতে এসে প্রথম সপ্তাহে ৪৮ হাজার টাকা গচ্ছা দিতে হয়েছে।

ভোলার মনপুরা দেখেছি অনেক বড় বড় ইলিশ। তারা খুব বিলাশি জীবন যাপন করেন।তারা পানি না খেয়ে সেভেন আপ খায়। তা দিয়ে হাত মুখ ধূয়। সন্ধ্যা হলে তাস খেলায় মেতে উঠে। সেখানে বিধবা পল্লী নামে একটা গ্রাম রয়েছে। যে সব জেরে সমুদ্রে ইলিশ আহরনে গিয়ে দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের স্ত্রী ও সন্তান দের সেখানে স্হান দেয়া হয়। সরকার তাদের ব্যায়ভার বহন করে থাকে। চতুরঙ্গের এ আয়োজন প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।তবেই জেলেরা উপকৃত হবে। চতুরঙ্গের এ বার্তাটি জেলেদের মাঝে ছরিয়ে দিতে হবে।

আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ। আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার। স্বাগত বক্তব্য রাখেন ইলিশ উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত । শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার। ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদের সঞ্চালনায় সভাপ্রধান ছিলেন ইয়র্ক ফ্যাশানের চেয়ারম্যান মোঃ সেলিম খান।

বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশ করে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের শিল্পী শুভ্র রক্ষিত, অর্পিতা রক্ষিত ঘোষ, রাজীব চৌধুরী, মুন্না ঘোষ, প্লাবন ভট্টাচার্য্য, এমএইচ বাতেন সহ শিল্পীরা।

তারপর এম আর ইসলাম বাবু র সঞ্চালনায় নারী ভাবনা অনুষ্ঠিত হয়। লক্ষীপুর লতিকা নৃত্যালয়ের নৃত্যানুষ্ঠান, সুরধ্বনি একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তারপর অনুপম চক্রবর্তী ও সুমন শীলের দোতারা বাজানো হয়। সব শেষ রূপালী চম্পক ও সাধনা সরকার অনু সংগিত পরিবেশনের মধ্য দিয়ে ইলিশ উৎসবের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।