ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

চাঁদপুরে যৌতুক নিরোধ আইনে স্বামী আক্তারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী ২সন্তানের জননী গৃহবধু রাজিনা আক্তার (৩৪) বাদী হয়ে চাঁদপুর কোর্টে যৌতুক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহবধু রাজিনা আক্তার পিতা হলেন পিতা-মৃত জামাল মিজি মাতা-জুলেখা বেগম শাহতলী চাঁদপুর সদর ।

গতকাল ১৭সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর কোর্টে যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় এ মামলা করা হয়।
আদালত যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় মামলাটি আমলে নিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে নিদেশ দেন ।

এতে আসামীরা হলেন তার স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), কে প্রধান আসামী করে ৬জনকে আসামী করা হয়।

এতে অন্য আসামীরা হলেন -২। খতেজা বেগম (৬৫), স্বামী-মৃত সিরাজ মিজি, মাতা-অজুফা খাতুন, ৩। পারুল বেগম (৪৮), স্বামী- মিজান গাজী, পিতা-সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম, সর্ব সাং- বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, বর্তমান- ভাই-বোন বিলাস, হোল্ডিং নং ০৮৯৫-০১, ষোলঘর, বিটি রোড, থানা ও জেলা-চাঁদপুর, ৪। মোঃ শাহজাহান (০৫৩), পিতা-অজ্ঞাত, মাতা-অজুফা খাতুন, সাং-মাষ্টার বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৫। মোঃ কামাল মিজি (৩০), পিতা-অজ্ঞাত, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৬। মোঃ জাকির মিজি (৩২), পিতা-মোঃ লোকমান মিজি, মাতা-ফজর বানু, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে , গত ১৬ সেপ্টেম্বর শাহতলীস্থ গৃহবধু স্ত্রী দুসন্তানের জননী রাজিনা আক্তার(৩৪)কে মারধর,নারী নিযাতন ও হত্যা চেষ্টার অভিযোগে প্রতারক বিদেশ প্রেরত স্বামী আক্তার হোসেন মিজির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উক্ত ঘটনায় প্রতারক বিদেশ প্রেরত স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), পিতা-মৃত সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম কে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতনে এই অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাথে সাথে চাঁদপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন।বাদী(ভিকটিম)ও স্বাক্ষীগন জবানবন্দী দিয়েছেন ।

বাদীর অভিযোগ সঠিক করে সবাই এক বাক্যে স্বীকার করেন । সেই সাথে অভিযুক্ত স্বামী ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির চাঁদপুরস্থ ঘোলঘরস্থ বাসায় ব্যাপক সাঁড়াশি অভিযান চালায় ।অভিযানের টের পেয়ে সে সটকে পড়ে । এছাড়াও হাজীগন্জের পশ্চিম রাজারগাঁও গ্রামে ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির বোনের বাড়ীতে তাকে ধরতে অভিযান চালায় হাজীগন্জ থানা পুলিশ । কিন্তু সেখানে তাকে পায়নি পুলিশ । পুলিশ তাকে ধরতে দিনরাত অভিযান চালাচ্ছে ।