ব্রেকিং:
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মতলব মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মাণ হচ্ছে দেশের প্রথম ঝুলন্ত সেতু জনসেবায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে মেঘনা ট্রেনে ডেঙ্গুর আক্রমন আতংক! কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

চাঁদপুরে যৌতুক নিরোধ আইনে স্বামী আক্তারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী ২সন্তানের জননী গৃহবধু রাজিনা আক্তার (৩৪) বাদী হয়ে চাঁদপুর কোর্টে যৌতুক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহবধু রাজিনা আক্তার পিতা হলেন পিতা-মৃত জামাল মিজি মাতা-জুলেখা বেগম শাহতলী চাঁদপুর সদর ।

গতকাল ১৭সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর কোর্টে যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় এ মামলা করা হয়।
আদালত যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় মামলাটি আমলে নিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে নিদেশ দেন ।

এতে আসামীরা হলেন তার স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), কে প্রধান আসামী করে ৬জনকে আসামী করা হয়।

এতে অন্য আসামীরা হলেন -২। খতেজা বেগম (৬৫), স্বামী-মৃত সিরাজ মিজি, মাতা-অজুফা খাতুন, ৩। পারুল বেগম (৪৮), স্বামী- মিজান গাজী, পিতা-সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম, সর্ব সাং- বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, বর্তমান- ভাই-বোন বিলাস, হোল্ডিং নং ০৮৯৫-০১, ষোলঘর, বিটি রোড, থানা ও জেলা-চাঁদপুর, ৪। মোঃ শাহজাহান (০৫৩), পিতা-অজ্ঞাত, মাতা-অজুফা খাতুন, সাং-মাষ্টার বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৫। মোঃ কামাল মিজি (৩০), পিতা-অজ্ঞাত, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৬। মোঃ জাকির মিজি (৩২), পিতা-মোঃ লোকমান মিজি, মাতা-ফজর বানু, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে , গত ১৬ সেপ্টেম্বর শাহতলীস্থ গৃহবধু স্ত্রী দুসন্তানের জননী রাজিনা আক্তার(৩৪)কে মারধর,নারী নিযাতন ও হত্যা চেষ্টার অভিযোগে প্রতারক বিদেশ প্রেরত স্বামী আক্তার হোসেন মিজির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উক্ত ঘটনায় প্রতারক বিদেশ প্রেরত স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), পিতা-মৃত সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম কে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতনে এই অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাথে সাথে চাঁদপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন।বাদী(ভিকটিম)ও স্বাক্ষীগন জবানবন্দী দিয়েছেন ।

বাদীর অভিযোগ সঠিক করে সবাই এক বাক্যে স্বীকার করেন । সেই সাথে অভিযুক্ত স্বামী ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির চাঁদপুরস্থ ঘোলঘরস্থ বাসায় ব্যাপক সাঁড়াশি অভিযান চালায় ।অভিযানের টের পেয়ে সে সটকে পড়ে । এছাড়াও হাজীগন্জের পশ্চিম রাজারগাঁও গ্রামে ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির বোনের বাড়ীতে তাকে ধরতে অভিযান চালায় হাজীগন্জ থানা পুলিশ । কিন্তু সেখানে তাকে পায়নি পুলিশ । পুলিশ তাকে ধরতে দিনরাত অভিযান চালাচ্ছে ।