ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

চৌদ্দগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী গ্রেপ্তার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

কুমিল্লার চৌদ্দগ্রামে লিপি আক্তার(৩৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ গৃহবধুর দ্বিতীয় স্বামী আলমগীর হোসেনকে(৩০) গ্রেপ্তার করেছে। লিপি আক্তার জেলার বরুড়া উপজেলার সরাপতি গ্রামের সুন্দর আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন পাশ^বর্তী ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে থানা পুলিশ কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জনৈক সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে গৃহবধু লিপি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লিপির ডান হাতে কাটাছেড়ার রক্তাক্ত জখম ছিল। খবর পেয়ে লিপি আক্তারের ভাই আলী হোসেন তাঁর সাবেক স্বামী আবুল কালাম ও মেয়ে আইরিন আক্তার ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লিপি আক্তারের ভাই আলী হোসেন বলেন, ‘লিপি আক্তারের সাথে তার বর্তমান স্বামী আলমগীরের মুঠোফোনের মাধ্যমে পরকিয়ার সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ১০-১১ মাস আগে লিপি আক্তার সাবেক স্বামী আবুল কালামকে ত্যাগ করে আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্দ হয়। এরপর তারা চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকতো। গত কয়েক মাস ধরে লিপি আক্তার তার সাবেক স্বামী ও তার মেয়েদের সাথে মুঠোফোনে কথা বলতো। বিষয়টি আলমগীর মেনে নিতে পারতো না। এ নিয়ে লিপি আক্তার ও আলমগীরের ঝগড়া হতো এবং প্রায় লিপি আক্তারকে মারধর করতো। শুক্রবার লিপি আক্তার মুঠোফোনে আমাদেরকে জানায়, আলমগীর হোসেন একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায় সময় লিপিকে মারধর করে। রাতে ঘুমানোর আগেও মারধর করেছে।
আলী হোসেন আরও বলেন, ‘দুইজন তাদের ভাড়া বাসায় ঘুমিয়ে পড়ে। সকালে আমরা তার মৃত্যুর খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের ভোতড়ের সাথে লাশ ঝুলতে দেখি এবং তার হাতে রক্তাক্ত কাটা জখম দেখতে পাই।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গৃহবধুর লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি এবং হাতে কাটা রক্তাক্ত জখম দেখতে পাই। এ ঘটনায় গৃহবধু লিপি আক্তারের ভাই আলী হোসেন বাদি হয়ে তার বর্তমান স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণার অভিযোগ দায়ের করলে আমরা তাৎক্ষণিক তাকে গ্রেফতার করি’।