ব্রেকিং:
ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁস: বড় হচ্ছে চক্রের তালিকা
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

জ্যেষ্ঠতা ফেরত দেয়ার দাবিতে কুবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোসা. শাহীনুর বেগম তার জ্যেষ্ঠতা ফিরিয়ে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
এই অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতির নেতাকর্মীদের পাশাপাশি শাহীনুর বেগমের সাথে দাঁড়িয়েছেন একই বোর্ডে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া সাহেদুর রহমানও।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে 'অন্যায়ের হোক বলিষ্ঠ প্রতিবাদ', 'শাহীনুর বেগমের সিনিয়রিটি ফিরিয়ে দেওয়া হোক', 'সিনিয়র কিভাবে জুনিয়র হলো, কর্তৃপক্ষ জবাব চাই' সম্বলিত প্লে-কার্ড হাতে শিক্ষকদের দাড়িয়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে মোসা. শাহীনুর বেগম বলেন, 'আমার দুইজন সহকর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। আমার কিউ ওয়ান জার্নালে আর্টিকেল থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হয়নি। আমার পিএইচডি হয়ে গিয়েছিল, তখন সনদ পাইনি এবং কিছু ফরমালিটিজ বাকি ছিল। আমাকে দেওয়া হয়নি এর কারণ জিজ্ঞেস করলে বলে যে বোর্ড দেয়নি। তারা একটা অযৌক্তিক কারণ দেখিয়েছে কেননা বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয় সে অনুযায়ী আমি যোগ্য। পরে পুনর্বিবেচনার আবেদন করলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ন্যায্য দাবি আদায়ে আমি এখানে দাড়িয়েছি, আমার যে সিনিয়রিটি কেড়ে নেওয়া হয়েছে তা যেন প্রশাসন দ্রুত ফিরিয়ে দেয় সেজন্য দাড়িয়েছি।'
যোগ্যতা থাকা সত্ত্বেও শাহীনুর বেগম পদোন্নতি পায়নি কিন্তু একই বোর্ডে সহযোগী পদে পদোন্নতি পেয়ে সিনিয়র হওয়া সাহেদুর রহমান অবস্থান কর্মসূচিতে দাঁড়ানোর ব্যাপারে বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদন্নোতির নিয়ম অনুযায়ী সে আবেদন করেছে। বোর্ড দুইজনকে দিয়েছে, তাকে দেয়নি। তাকে দেয়নি এর ফলে সহমর্মিতা জানিয়ে আমি তার পাশে দাড়িয়েছি। এক্ষেত্রে বোর্ড বা সিন্ডিকেটের সিদ্ধান্ত কী হয়েছে সেটা বলার এখতিয়ার আমার নাই।'