ব্রেকিং:
চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মতলব মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মাণ হচ্ছে দেশের প্রথম ঝুলন্ত সেতু
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

দাউদকান্দি এবার রক্তমাখা অস্ত্র হাতে ভাইরাল প্রজন্মলীগ নেতা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর পৌনে দুই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত সেই প্রজন্মলীগ নেতা নেতা সোহেল রানার হাতে রক্তমাখা ছুরির একটি ছবি ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পুলিশ বলছে, তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যাওয়ায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযুক্ত সোহেল রানা দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এবং দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক।
গত তিন সেপ্টেম্বর গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা মোহন সিন্ডিকেট পেট্রল পাম্পের ভেতরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির প্রাইভেটকার থামিয়ে তার কাছে থাকা এক কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম প্রজন্মলীগ নেতা ও দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহল রানার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সোহেল রানার বাড়িতে সেখান থেকে এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে সোহেল রানা বা তার সঙ্গী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও এখনো পর্যন্ত হদিস মিলেনি ছিনতাই হওয়া বাকি ৬২ লাখ টাকার।
এ ঘটনার দুদিন পর মঙ্গলবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে অস্ত্র হাতে সোহেল রানা উল্লাসরত একটি ছবি। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
এ বিষয়ে জানতে বুধবার দুপুরে যোগাযোগ করা হলে দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, সোহেল রানাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার বাড়ি সহ বিভিন্ন জায়গায় আমরা বেশ কয়েকটি অভিযান চালিয়েছি। আশা করি খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা যাবে।
ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি আমি শুনেছি। তবে ছবিটি এখনো দেখিনি। দেখে তদন্ত করে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবো।