ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

দীর্ঘ নীরবতার পর ভারতের প্রকাশ্য অবস্থানে হতাশ বিএনপি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

টানা ১৭ বছরে ক্ষমতার বাইরে মাঠের বিরোধী দল বিএনপি। সরকার হঠাতে রাজপথে ব্যর্থ দলটি আশার আলো সন্ধান করে কূটনীতির রাজনীতিতে। ঠিক এমন সময় প্রতিবেশি দেশ ভারতের ‘প্রকাশ্য’ অবস্থানে হতাশ হয়েছে দলটি। সম্প্রতি দেশটি আমেরিকার কাছে পাঠানো এক 'কূটনৈতিক নোট' -এ রাজনীতিতে 'জামায়াতে ইসলামী’কে হুমকি হিসেবে দেখানোর পাশাপাশি মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছে। তবে বাংলাদেশে জামায়াতের পৃষ্ঠপোষক হিসেবে বিএনপিকেই দায়ী করে ভারত। এমন প্রেক্ষাপটে বিএনপির নেতা-কর্মীরা সরকার পতন আন্দোলন করতে গতি হারিয়ে ফেলতে পারে বা ঝিমিয়ে পরতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গত ১৮ আগষ্ট ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকাকে ভারত জানিয়েছে, বিএনপি ও জামায়াত ক্ষমতায় গেলে দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক হবে না। আর জামায়াতকে ‘রাজনৈতিক ছাড়’ দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে, তাতে ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে, তেমনই চীনের প্রভাবও  বেড়ে যাবে।  

সূত্রমতে, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার হঠাতে একদফা আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এমতাবস্থায় ভারতের আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ায় বিএনপির নেতা ও তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন, এতোদিন ভারত কোন সরকারের পক্ষে থাকবে তা প্রকাশ্যে বলেনি। এখন তারা সেটি পরিষ্কার করেছে। ফলে নেতা-কর্মীরা সরকার পতনের আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করেছে। কেননা প্রতিবেশি দেশের কূটনৈতিক সমর্থন না পেলে সরকার হঠানোর আন্দোলন সফল করা সম্ভব নয়- বলেও মনে করেন বিএনপির অধিকাংশ নেতা-কর্মী।

সমালোচকরা বলছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে ভারতের উপরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়,কেননা তারা বিষয়টি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।আর এসব কেন্দ্রীয় নেতার কথায় তৃণমূল নেতাকর্মীরাও বুঝতে পেরেছেন যে ভারত বিএনপিকে আদৌ চাইছেনা। ফলে তাদের মাঝে হতাশা ভর করতে শুরু করেছে  যা বিএনপির প্রতিশ্রুত আন্দোলনকে ঝিমিয়ে ফেলতে পারে।