ব্রেকিং:
চিরনিদ্রায় শায়িত হলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ত্রাণ বিতরণ চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনি : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভির সরকার ফাহিমকে অব্যাহতি চাঁদপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে সভা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজারের অদৃশ্য শক্তির রহস্য কি? হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবির দ্বিতীয় স্থান অর্জন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরে বিভিন্ন মসজিদে দোয়া হাজীগঞ্জে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সোহাগসহ মোট গ্রেফতার ১৩ চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

কাউকে বাদ দিয়ে রাজনীতি হয়না। রাজনীতিবীদ হতে হলে সকলকে নিয়েই রাজনীতি করতে হবে। আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সবাই এক না হলে আমাদের শক্তি কমে যাবে। আমাদের মধ্যে কোন বিরোধ থাকা যাবে না। আত্মীয় স্বজন প্রতিবেশী ও দলীয় লোকজনকে ভাল বাসতে হবে। রাজনীতি হচ্ছে আমাদের সকলের জন্য। প্রধানমন্ত্রী আছে বলেই আমরা টিকে আছি, তাই উনাকে আবারও নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। সোমবার বিকেলে ২১আগস্ট নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্তদের বিচার কার্যকর করার দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এম.পি এসব কথা বলেন। সমাবেশ পূর্বে নেতাকর্মীরা নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। পৌরসভা আওয়ামীলীগ আহবায়ক মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এম.পি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়াম্যান আবু ইউসুফ ভূঁইয়া।নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল, আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, কাউন্সিলর সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।