ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মোঃ রাব্বি (৮) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রকি (৭) নামের আরেক শিশু পানিতে ডুবে আহত হয়।
মারা যাওয়া রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার হোসেনপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে। রাব্বি ও রকি দুজনই মামাতো ফুফুতো ভাই।
শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।
মৃত রাব্বির নানা পেয়ার আহমেদ জানান, গতকয়েক দিন আগে রাব্বি তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে রাব্বি এবং রকি আমার সাথে পুকুরে গোসল করবে বলে বায়না ধরে। আমি অন্য কাজে ব্যস্ত থাকায় তারা দুইজন আমাকে না জানিয়ে পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর আমি তাদের খুঁজে না পেয়ে পুকুরের ঘাটে গিয়ে দেখি রকি পানিতে ডুবে যাচ্ছিল আমি চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে রকিকে উদ্ধার করতে পারলেও রাব্বি পুকুরের পানিতে ডুবে যায়। পর স্থানীয়দের সহযোগিতায় রাব্বিকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার রাব্বিকে মৃত ঘোষণা করে। রকিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ৮ বছর বয়সী শিশু রাব্বিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। আর ৭ বছর বয়সী রকিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।