প্রথম নাটক তিনবার লিখেছিলেন হুমায়ূন আহমেদ!
কুমিল্লার ধ্বনি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২০

প্রথম প্রহর’ তিনবার লেখেন হুমায়ূন!
১৯৮৩ সালের শুরুর দিক। ইব্রাহীম খাঁর গল্প ‘পাখির বিদায়’ অবলম্বনে একটি নাটকের শুটিং করতে এসেছেন প্রখ্যাত প্রযোজক ও নাট্যনির্মাতা নওয়াজীশ আলী খান। বাড়ির নাম দখিন হাওয়া; উত্তম পুরুষে লেখা গল্প, গল্পে এই বাড়ির উল্লেখ আছে। ইব্রাহীম খাঁর ছেলে হাবিবুর রহমান শুটিংয়ের অনুমতি দিয়েছেন। মূল চরিত্র পাখি হয়েছেন ফাল্গুনী হামিদ।
শুটিং শুরু হলো। দখিন হাওয়ার সামনে দক্ষিণ দিকে মনোরম বাগান, সেখানেই শুটিং। হঠাৎ নওয়াজীশ আলী খান লক্ষ করেন, ক্যামেরার মনিটরে অভিনেতা-অভিনেত্রী ছাড়াও আরেকটি মুখ দেখা যাচ্ছে—কন্যাশিশু কোলে এক যুবক।
‘কাট’ বলে চেঁচিয়ে ওঠেন নওয়াজীশ।
সহকারী পরিচালক যুবকটিকে সরে যেতে বলেন।
চা-বিরতির সময় বাড়ির কর্তা হাবিবুর রহমান জানান, যুবকটি তাঁর জ্যেষ্ঠ জামাতা। হুমায়ূন আহমেদ। সদ্য আমেরিকা থেকে ডক্টরেট নিয়ে ফিরেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ান। লেখকও তিনি।
নওয়াজীশ আলী খান কৌতূহলী দৃষ্টিতে তাকান যুবকের দিকে। আরে, এর লেখা দুটি উপন্যাস তো তিনি পড়েছেন—‘শঙ্খনীল কারাগার’ ও ‘নন্দিত নরকে’। দুটি উপন্যাস নিয়েই নাটক হয়েছে। তিনি হুমায়ূন আহমেদকে প্রস্তাব দেন টিভি নাটক লেখার। সে প্রস্তাব সরাসরি নাকচ করেন হুমায়ূন।
হুমায়ূনের ভাষ্য, তিনি গল্প-উপন্যাসের লোক, নাটক লেখা তাঁর কর্ম নয়।
নওয়াজীশ আবার অনুরোধ করেন, একই জবাব আসে।
হুমায়ূনের শ্যালিকারা অনুরোধ করেন, তা-ও হুমায়ূনের একগুঁয়ে জবাব, না।
নওয়াজীশ আলী খান অগত্যা হুমায়ূনের বাড়ির ঠিকানা এবং বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর নিয়ে চলে আসেন।
পরে বেশ কয়েকবার ফোন করেন নওয়াজীশ। হুমায়ূন আহমেদকে পাওয়া যায় না। তিনিও নাছোড়বান্দা। ফোন দিতেই থাকেন। অবশেষে পানও হুমায়ূনকে। এবারও যথারীতি একই উত্তর, হুমায়ূন আগ্রহ বোধ করছেন না।
নওয়াজীশ সোজা গিয়ে ওঠেন হুমায়ূনের বাড়িতে। হুমায়ূন তখন শ্যামলীতে থাকেন, নওয়াজীশের বাসাও কাছাকাছি ছিল। তবু হুমায়ূন রাজিই হচ্ছিলেন না। শেষমেশ রাজি হলেন, স্ত্রীর পীড়াপীড়িতে।
কথা আদায় করে নওয়াজীশ ফিরে যান। এরপরও তিনি হুমায়ূনকে ফোন দিয়ে তাগাদা দিতে থাকেন। তারপর একদিন দেখা গেল, সত্যি সত্যি পাণ্ডুলিপি নিয়ে বিটিভিতে হাজির হয়েছেন হুমায়ূন। নাটকের নাম ‘প্রথম প্রহর’। মেসবাড়িকেন্দ্রিক নাটক। সরল-সহজ সংলাপ, ছোট ছোট দৃশ্য। চরিত্রও কম। প্রথমবার শুনেই নওয়াজীশ মুগ্ধ হলেন। জোর প্রস্তুতি চলল দৃশ্যধারণের।
এমন সময় ছোট্ট এক সমস্যা বাধাল গল্পের মহিম নামের একটি চরিত্র। এই চরিত্র ধুতি পরে।
মাত্র কিছুদিন আগেই আবদুল্লাহ আল মামুন (প্রয়াত) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক করেছেন, যেখানে সংগত কারণেই পুরুষ শিল্পীরা ধুতি পরেছে এবং তা নিয়ে বেশ একচোট হম্বিতম্বি করে গেছেন তৎকালীন তথ্যমন্ত্রী শাহ আজিজুর রহমান।
মহিমের চরিত্র দেখে নওয়াজীশ আলী খানের অবস্থা ঘরপোড়া গরুর মতন। সিঁদুরে মেঘ দেখেছেন তিনি। এ নাটক বানাবেন কীভাবে? যোগাযোগ করলেন নাটক বিভাগের প্রধান আতিকুল হক চৌধুরীর সঙ্গে। আতিকুলও মহিম চরিত্র রাখতে রাজি হলেন না।
সে সময় বিটিভির একটি গানের অনুষ্ঠানে এসেছিলেন পশ্চিমবঙ্গের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর পরনে তিন পকেটওয়ালা শার্টের সঙ্গে প্যান্ট। সিদ্ধান্ত হলো মহিমকে এমন একটি শার্টের সঙ্গেই পাজামা পরানো হবে।
কয়েক দিন পর হুমায়ূন আসেন। সব শুনে পাণ্ডুলিপি ফেরত নিয়ে যান তিনি। পরদিন একই নামে আরেকটি নাটকের পাণ্ডুলিপি নিয়ে আসেন। এবারও নওয়াজীশ আলী খান মুগ্ধ। বনফায়ার ঘিরে নাটকটি। চরিত্ররা বনে এক রাতে ‘বনফায়ার’ উৎসবে মাতোয়ারা। হঠাৎ পাশের জলাশয়ে এক তরুণীর লাশ ভাসতে দেখা যায়। শুরু হয় জল্পনাকল্পনা। এ লাশ কার? এটি খুন, নাকি আত্মহত্যা? ...সেই ভাসতে থাকা তরুণীর লাশ নিয়ে নাটক এগিয়ে যায়।
এই নাটকটিও করা হয়নি। কারণ, এর চিত্রায়ণের জন্য যা যা প্রয়োজনীয়, বিটিভির তা ছিল না। ফলে আবার ‘প্রথম প্রহর’ বাদ।
এবারও উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হুমায়ূন। প্রবল ধৈর্য দেখিয়ে আবার একই নামে একটি নাটক লিখে আনেন। এবারের বিষয় সততা। তখন বিটিভি থেকে ত্রৈমাসিক টিভি গাইড বের হতো, সেটাতে ‘প্রথম প্রহর’-এর ঘোষণা চলে গিয়েছিল, ফলে বারবার একই নামের কাছে আশ্রয় নেওয়া। এবার আর কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ১৯৮৩ সালের আগস্টে প্রচারিত হয় ‘প্রথম প্রহর’ (আদতে একে ‘তৃতীয় প্রহর’ বলাই উত্তম)। অভিনয় করেছিলেন মাসুদ আলী খান, আবুল হায়াত, লাকী ইনাম প্রমুখ।
‘প্রথম প্রহর’ দেখে বহু দর্শক ফোন করে প্রতিক্রিয়া জানান। বিটিভির স্বনামধন্য প্রযোজক বেলাল বেগ জানিয়েছিলেন, বাংলাদেশের টিভি নাটকে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সত্যিকারের টিভি নাটক এমনই হওয়া উচিত।
সে-ই শুরু!

- চীনা প্রতিষ্ঠান বাংলাদেশকে করোনার টিকা উপহার দেবে
- ফিরে আসা মসলিনের জিআই স্বত্ব
- ৩০০ উপজেলায় মোবাইল ফোন সেবার মান যাচাই করবে বিটিআরসি
- সড়কে বিনিয়োগে আগ্রহী বিশ্বব্যাংক
- সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীত কমেছে
- তিন কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন
- বন্ধুত্বের স্মারক হিসেবে টিকা পেল বাংলাদেশ
- খালেদার পৃষ্ঠপোষকতায় দুর্নীতির দানবে পরিণত হয় তারেক!
- ২০০১-২০০৬, বিএনপির শাসনামলে দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ!
- ইসলামে পাত্রী দেখার পদ্ধতি ও নিয়ম
- সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- অনলাইনের আওতায় আসছে বিবাহ ও তালাক নিবন্ধন
- নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ
- সৌদি থেকে কেনা হচ্ছে ৮৫ হাজার মেট্রিক টন সার
- বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ছাড়ালো
- সর্বপ্রথম ভ্যাকসিন নিতে অর্থমন্ত্রীর আগ্রহ প্রকাশ
- ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- শনিবার ঘর পাচ্ছে ৬৬ হাজার ১৮৯ পরিবার
- মুজিববর্ষের উপহার নতুন বছরে নতুন ঘর, ৩৬৭০ পরিবারে খুশির বন্যা
- হাজার কোটি টাকার খাল উন্নয়নে থাকবে সাইকেল লেন ওয়াকওয়ে
- মাতারবাড়িঃ দুর্গম দ্বীপে উন্নয়নের মহাযজ্ঞ
- পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন
- অস্ত্র উঁচিয়ে গ্রামের লোকজনকে ধাওয়া
- আইন থাকলেও শিক্ষা ছুটির সুবিধা নেই কু.বি’তে
- আরও বেশি ঋণ পাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা
- চাঁদপুরে অনলাইন জুয়ারী গ্রেফতার, নগদ টাকাসহ সরঞ্জাম উদ্ধার
- আশুগঞ্জে গ্রুপিংয়ে নিঃশেষ হচ্ছে বিএনপি
- চাঁদপুরের মতলব উত্তরে সাত স্থানে ১৪৪ ধারা জারি
- চাঁদপুরে ৫০ বছর পর সুন্দরী খাল সংস্কার
- মদ, জুয়া ও স্ত্রীকে মারধর করে নতুন বছর শুরু করলেন তারেক!
- মিষ্টিকে বিয়ে করার নেপথ্যে ‘করুণ’ গল্প, জানালেন টম ইমাম
- ধর্ষণ নয় পুরোটাই দুর্ঘটনা: দিহানের মা
- মৃত মেয়েটিকে তিনবার ধর্ষণ না করলেও চলতো!
- ২ সন্তানের জননী`র গলায় ফাঁস
- আল্লামা শফীর মর্মান্তিক মৃত্যু আসলে কী ঘটেছিল?
- দেওয়ানবাগী পীর মারা গেছেন
- প্রেমিকের সঙ্গে দৈহিক সম্পর্ক চালিয়ে যেতে স্বামীকে হত্যা
- শীতের কালো জ্যাকেটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে উন্নত স্তন,(ভিডিও)
- কাউতুলিতে প্রবাসীর বাড়িতে ডাকাতির মূল হোতা দিদার গ্রফতার
- নতুন বই নেবেন অভিভাবকরা
- কুমিল্লায় বৃক্ষরোপণে উৎসাহী করতে ৪০০ কি.মি. বৃক্ষ পদযাত্রা বাহিনী
- বি.বাড়িয়ায় লটারিতে বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো ১ মেয়ে!
- বিছানায় ছেলের প্রস্রাব বন্ধ করার তাবিজ আনতে গিয়ে মা অন্তসত্ত্বা
- ব্রাহ্মণবাড়িয়ায় অভিমান করে লিভটুগেদারে থাকা প্রেমিকের আত্মহত্যা
- প্রধানমন্ত্রীর উপহার,মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ১৫শ’ পরিবার
- এ বছর প্রকাশ হচ্ছে না এইচএসসির ফল
- বিয়ে করতে না চাওয়ায় প্রেমিককে কুপিয়ে প্রেমিকার আত্মসমর্পণ
- ক্ষমা না চাইলে মেয়র পদ থেকে মনিরুল হক সাক্কুকে পদত্যাগ করতে হবে
- ইমোতে প্রেম করে বিয়ে, অতঃপর সাড়ে ১১ লাখ টাকা খোয়ালেন নারী