ব্রেকিং:
সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মতলব মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মাণ হচ্ছে দেশের প্রথম ঝুলন্ত সেতু জনসেবায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে মেঘনা ট্রেনে ডেঙ্গুর আক্রমন আতংক!
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

ফেনীতে রোগীর প্রেসক্রিপশন ধরতে মানা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

ফেনীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলাসহ অন্যান্য অসস্থিকর পরিস্থিতির নিরসনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার সকল ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেনী সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার।

ফেনী সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন বলেন, কোনোভাবে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হয় এমন কর্মকাণ্ড করা যাবে না। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলছেন, এতে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হয়। এটা আমরা এলাও করবো না। হাসপাতালগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হবে। ওই নির্দিষ্ট সময়ে ভিজিট করবেন। আরএসএম ফোরামকে সিদ্ধান্তগুলো জানিয়ে দুই দিন সময় দেয়া হয়েছে। তারা সময় ঠিক করে আমাদের জানাবে। সপ্তাহে নির্ধারিত একদিন বা দুদিন  দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতাল ভিজিট করতে পারবেন। 

ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলছেন তাতে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এটা কোন প্রকারে করা যাবে না। বিষয়টি ওষুধ কোম্পানির মালিকদের জানিয়ে আরএসএম প্রতিনিধিরা সিদ্ধান্তে আসার জন্য জানানো হয়েছে। হাসপাতাল, ক্লিনিকের সামনে যত্রতত্র মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া সময়ে হাসপাতাল ভিজিট করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল খায়ের মিয়াজী।

সভায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, সাধারন সম্পাদক আবু যুবায়ের মুন্না, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি আবদুল কুদ্দুস সুমন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন, ফেনী জেলা রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির নের্তৃবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানির রিজিওনাল প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।