ব্রেকিং:
সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মতলব মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মাণ হচ্ছে দেশের প্রথম ঝুলন্ত সেতু জনসেবায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে মেঘনা ট্রেনে ডেঙ্গুর আক্রমন আতংক!
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

বাবা ডেকেও মেলেনি রেহাই, হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

 

কুমিল্লার মেঘনা উপজেলায় চুরির অভিযোগে মো. রাসেল নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে মারধর ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঐ যুবককে চার হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য শাহ আলমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া ঘটনাটি মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের। এ সময় ওই ইউপি সদস্যকে বাবা ডেকে চিৎকার করেও রেহাই পায়নি ঐ যুবক। নির্যাতনের শিকার রাসেল হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

জানা গেছে, মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের মনির হোসেন মৃধার বাড়িতে বৃহস্পতিবার সকালে টিউবওয়েলের মাথা চুরির সন্দেহে রাসেলকে আটক করা হয়। খবর পেয়ে বড়কান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম ঘটনাস্থলে যান। এ সময় কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে রাসেলকে রশি দিয়ে হাত-পা বেঁধে একটি গাছে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়।

ঐ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য শাহ আলম লাঠি দিয়ে রাসেলকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ঐ যুবক বারবার তাকে ছেড়ে দিতে অনুরোধ করে এবং তার সন্তান ও বাবা-মার দোহাই দিয়ে ঐ ইউপি সদস্যকে বাপ (বাবা) ডাকে। এরপরও তাকে পেটাতে থাকেন তিনি।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত যায় এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বড়কান্দা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রিপন জানান, গত কয়েকদিন যাবত বড়কান্দা গ্রামে টিউবওয়েল চুরি হচ্ছিল বলে শুনেছি। তবে যুবককে আটক করে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে পেটানো ঠিক হয়নি। আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। ইউপি সদস্য এটা অন্যায় কাজ করেছেন। তিনি তাকে পুলিশে দিতে পারতেন।

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ঐ যুবককে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ও ইউপি সদস্য কর্তৃক পেটানোর ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইউপি সদস্য শাহ আলমকে ধরতে অভিযান চলছে।