ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ব্যবসায়ীকে জিম্মি করে ২ কোটি টাকা ছিনতাই

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লায় এক ব্যবসায়ীকে জিম্মি করে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক প্রজন্ম লীগের সভাপতির বিরুদ্ধে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগের সভাপতি পদে আছেন। 

এ ঘটনায় সোমবার বিকেলে সোহেল রানার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল রানাকে পাওয়া না গেলেও উদ্ধার করা হয় ছিনতাই করা পৌনে ২ কোটি টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা। 

সোমবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ওসি মোজাম্মেল হক জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন। রাত ২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের কাছে এলে তার গতিরোধ করেন প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা ও তার সঙ্গীরা। এ সময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার সঙ্গে থাকা ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করে নেন সোহেল রানাসহ তার সঙ্গীরা। পরদিন সোমবার বিকেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম দাউদকান্দি থানায় সোহেল রানাকে প্রধান আসামি করে ৪/৫ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।  

ওসি আরও বলেন, সোহেল রানা ও তার সঙ্গে ছিনতাইয়ে অংশ নেওয়া লোকদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।