ব্রেকিং:
সুপারি বাগানে মিলল অটোচালকের গলাকাটা মরদেহ শ্রমিক লীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল তরুণী কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী নোয়াখালীতে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা শ্রমিক লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নারী চাকরির শেষ দিনে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এবার কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর বর্ষপূর্তি উদযাপন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু চাঁদপুরে ইলিশ উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তানিয়া ইশতিয়াক খান নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাঁদপুর সদরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার লক্ষীপুর ইউপিতে সিভিআরপি প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মতলব মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মাণ হচ্ছে দেশের প্রথম ঝুলন্ত সেতু জনসেবায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে মেঘনা ট্রেনে ডেঙ্গুর আক্রমন আতংক!
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

স্কুল ছাত্রীদের গালাগালি করে টিকটক! সমালোচিত দুই টিকটকার আটক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

রবিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোমতা ও ভিকতলা এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গোমতা গ্রামের প্রবাসী রবিউল এর ছেলে আতিকুর রহমান (১৮), সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আতিক ডন’ নামে পরিচিত। অপরজন হলো- দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রামের মকবুল হোসেন এর ছেলে হৃদয় (১৮)।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করে আতিক ডন ও তার টিম। বুধবার (১৬ আগস্ট) বিকেলে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ‘বুঝো নাই ব্যাপারটা’ নামে একটি ফেইজবুক পেইজ থেকে আতিক নামের এক বখাটে ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করার পর ছড়িয়ে পড়েছে ফেসবুক দুনিয়ায়।
পরবর্তীতে ওই ভিডিও ডাউনলোড করে ওই বখাটে আতিকসহ সংশ্লষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন নেটিজেনরা।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) কর্মরত সাংবাদিকরা ওই ঘটনায় সংবাদ প্রকাশ করার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। জেলা প্রশাসকও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) রাজেশ বড়–য়া জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে গত দুই দিন চেষ্টার পর রবিবার বিকেলে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চান্দিনা থানা পুলিশও সহযোগিতা করেন। যেহেতু ঘটনাটি মুরাদনগর থানাধীন সেহেতু অভিযুক্তদের মুরাদনগর থানায় হস্তান্তর করে আমাদের টিম।
মুরাদনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আজিজুল বারী জানান, জেলা ডিবি পুলিশের মাধ্যমে তাদেরকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ওই বখাটেদের আটকের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।