ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী কুমিল্লায় স্বস্তি ফিরছে জনমনে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন ঘোষণা কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে যে কারণে ফাঁস নিলেন প্রবাসী স্বামী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাদ্দাম হোসেন (২৮) নামে কুয়েত প্রবাসী এক যুবক ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার (১৫ মে) বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মৃত ওই যুবক উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়নের নরহরিপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। 

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিকুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে ঝলম (দক্ষিণ) ইউনিয়নের নরহরিপুর গ্রামের বড় বাড়ির আবদুল হাকিমের ছেলে কুয়েত প্রবাসী মো. সাদ্দাম হোসেনের সঙ্গে একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের আমিন বাড়ির সামছুল হকের মেয়ে নাছিমা বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন কিছুদিন ভালো কাটলেও পরে নানা অজুহাতে পারিবারিক কলহ শুরু হয়।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই আগের দিন রোববার (১৪ মে) বিকেলে নিজ ঘরে ওই যুবক আত্মহত্যা করেন।

একাধিক সূত্র জানিয়েছে, এবার রমজানের ঈদের পর প্রবাস থেকে বাড়ি আসেন সাদ্দাম। বাড়ি আসার পর থেকে প্রায় প্রতিদিনই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। একপর্যায়ে তাদের ঝগড়া-বিবাদ চরম আকার ধারণ করে। ঘটনার দু’দিন আগে শুক্রবার সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে মির্জাপুর বাবার বাড়ি চলে যান। 

এদিকে রোববার বিকেলে নিজ ঘরের দরজা বন্ধ করে সাদ্দাম তার স্ত্রী নাজমাকে মোবাইলে ভিডিও কল দেন। ওই সময় স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে রশি দিয়ে গলায় ফাঁস লাগান সাদ্দাম। এমতাবস্থায় সাদ্দামের স্ত্রী নাজমা শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে ঘটনা জানালে তারা ঘরের বন্ধ দরজা ভেঙে সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি মো. শফিউল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।