বিদেশিদের মন্তব্যে বিরক্ত সরকার
কুমিল্লার ধ্বনি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকপাড়ায় আনাগোনা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের কারণে বিতর্কেও জড়িয়ে পড়ছেন বিদেশি মিশনপ্রধানরা। এতে বিরক্ত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ জন্য কূটনীতিকদের ডেকে, চিঠি দিয়ে ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে, এ ধরনের বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিকবিষয়ক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, বিদেশি কূটনীতিকদের এ ধরনের অযাচিত মন্তব্য অশুভ লক্ষণ।
জানা যায়, সম্প্রতি জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। আগামী নির্বাচনে তারা সব দলের অংশগ্রহণ দেখতে চেয়েছে। দাবি তুলেছে স্বচ্ছ নির্বাচনের। বক্তব্য দিয়েছেন তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতও। এর মধ্যে জাপানের রাষ্ট্রদূতের বক্তব্যে রীতিমতো তোলপাড় হয়েছে সরকারের অভ্যন্তরে। বিশেষত একটি বেসরকারি সংস্থার বিশেষ আয়োজনে রাষ্ট্রদূতরা এ ধরনের বক্তব্য বেশি দিচ্ছেন। সেখানে গণমাধ্যমের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রাষ্ট্রদূতদের কাছে প্রশ্ন করছেন। রাষ্ট্রদূতরা বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে মন্তব্য করছেন। সাম্প্রতিক সময়ে শুরু হওয়া এই সংস্থার সিরিজ অনুষ্ঠানে দেওয়া এসব বক্তব্য গণমাধ্যমে আসার পরই তা সরকারের নজরে আসে। এরপর ওই সংস্থার একটি বড় আয়োজনে সরকারের একাধিক মন্ত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেননি কেউই। শেষ মুহূর্তে নিজেদের ওসব অনুষ্ঠান থেকে সরিয়ে নেন সরকারের প্রতিনিধিরা। এর আগেই জাপানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তার ‘বিস্ফোরক’ মন্তব্য নিয়ে জানতে চেয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বিষয়ে এসব কথা মন্ত্রণালয় যে ভালোভাবে নেয়নি, তাও বুঝিয়ে দেওয়া হয় তাকে। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ম-রীতি-আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কাজ করা বিদেশি কূটনীতিকদের কাছে মতামত চাওয়ার সংস্কৃতিও বন্ধ করার আহ্বান জানিয়েছেন একাধিক দফায়। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে বিদেশি কূটনীতিকদের কথাবার্তা বেড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। আগের বেশ কয়েকটি নির্বাচনেও এমনটি দেখা গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন ডেকে কোনো মন্তব্য করেননি। যেসব বৈঠক বা আয়োজনে তারা এসব কথা বলেছেন, সেসব অনুষ্ঠানের আয়োজন যারা করছেন এবং রাষ্ট্রদূতদের মন্তব্য করার সুযোগ করে দিচ্ছেন, তাদের রাজনীতিটা আগে বোঝা দরকার। ড. ইমতিয়াজের মতে, নিঃসন্দেহে এখনো আমাদের গণতন্ত্রে কিছু ঘাটতি রয়েছে। কিন্তু সেই ঘাটতি পূরণের জন্য বাইরের দেশের কেউ এসে মধ্যস্থতা করবে, এই মানসিকতা কেন তৈরি হলো, সেটি আমি বুঝতে পারছি না। মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতির মধ্যে কোনো ধরনের বিভাজন থাকলে সেই বিভাজনের সুযোগ আন্তর্জাতিক মহল নিতে চাইবে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য দর-কষাকষি করার সুযোগ খুঁজতে চাইবে। তারা তাদের স্বার্থ ব্যতীত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। আবার এটিও মনে রাখতে হবে, তাদের মাধ্যমে কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। গণতন্ত্র প্রতিষ্ঠা পায় দেশের জনগণের লড়াইয়ের মাধ্যমে। অতীতেও আমরা তাই দেখেছি। জনগণ রাস্তায় নেমেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, বিদেশিরা যাতে আমাদের বিষয়ে কথা বলতে না পারেন, সে সুযোগ আমাদের বন্ধ করা প্রয়োজন। আমাদের বহু ভালো বিষয় আছে, যেগুলো নিয়ে বিদেশিরা কথা বলতে পারেন। যে ঘাটতিগুলো আছে তা পূরণ করলেই সেসব বিষয়ে তাদের আর কথা বলার সুযোগ থাকবে না। সুশাসনের যে ঘাটতি আছে তা দূর করলেই তারা কথা বলার সুযোগ পাবেন না। তিনি বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে ঘাটতি আছে তা কেউ বলুক বা না বলুক দূর করা প্রয়োজন। কারণ একটা টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদের মতে, কূটনৈতিক বিষয়ে প্রত্যেকটি দেশে কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে। সেগুলোতে অন্য দেশের হস্তক্ষেপ করা কোনোভাবেই কাম্য নয়। আর আমরা সব সময় দেখে আসছি এ বিষয়গুলো তখনই ঘটে যখন রাজনৈতিক বিভক্তি দেখা দেয়। তখন কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু গোপন বিষয় বিদেশিদের জানিয়ে দেন। এটি খুবই অশুভ লক্ষণ। তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করার জন্য সব ধরনের সহযোগিতা করে থাকে। সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিদেশিরা কথা বলছেন। এর মানে হচ্ছে এসব অনিয়মের কিছু দলিল তাদের হাতে এসে পৌঁছেছে। তাই তারা জোর দিয়ে কথা বলছেন। এটি কোনোভাবেই ভালো বিষয় নয়।
- স্বর্ণের প্রলেপযুক্ত জামা পরে দেশে আসেন নোয়াখালীর জিয়াউল
- লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৯ দোকান : ক্ষতি ৩০ লাখ
- লক্ষ্মীপুরে সেই শিক্ষার্থীদের খোঁজ নেয়নি আয়োজক কমিটি
- লক্ষ্মীপুর বিতর্কিত শর্তাবলী বাদ দিয়ে দরপত্র আহ্বানের দাবি
- সোনাগাজীতে এবার প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট, আতঙ্ক
- ফেনীতে সপ্তাহব্যাপী চলছে ২৩ নবীন-প্রবীণের চারুকলা প্রদর্শনী
- পরশুরামে ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির
- ফেনীতে ১৮ মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা
- ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন শিরীন আখতার
- ব্রাহ্মণপাড়ায় তেলের ড্রামে করে গাঁজা পাচারকালে গ্রেফতার ২
- মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার ১
- আসিফের ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ
- নিরাপত্তা চেয়ে থানায় বাখরাবাদ কর্মকর্তার জিডি
- চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
- কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
- কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
- ফরিদগঞ্জে সাংবাদিক কন্যার স্বপ্ন পূরণ
- লক্ষীপুরে মাদক বিরোধী অভিযানে আটক ১
- চাঁদপুর শহরে থামছে না কিশোর গ্যাংয়ের আধিপত্য
- ছেংগারচর পৌরসভায় ৫ শতাধিক হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- সচিব পদমর্যাদ চাঁদপুরের কৃতি সন্তান কামরুলসহ দুই অতিরিক্ত আইজিপি
- ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু
- মেঘনা পাড়ে দুই ঘণ্টার জমজমাট হাট
- বুড়িচং যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ
- কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ৩ বিলিয়ন ডলার ছাড়ালো
- চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি মোস্তফা, সম্পাদক রফিকুল
- মেঘনায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
- লক্ষ্মীপুরে ১৫০০ মিটার দৌড়ে অংশ নিয়ে ৭ ছাত্রী হাসপাতালে
- চাঁদপুরে আইনজীবীদের নির্বাচনে বিএনপি ১৩,আওয়ামী লীগের ভরাডুবি
- কাজের মেয়ে কে গরম পানিতে ঝলসে দেন ভিক্টোরিয়ার অধ্যক্ষের স্ত্রী
- ভারতে উড়োজাহাজে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই যাত্রী গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- তাপমাত্রা অস্বাভাবিক কম ছিল কুমিল্লায়
- চান্দিনায় গণপিটুনির দুই দিন পর হাসপাতালে নেয়ার পর মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই
- বিপিএল-২০২৩ কুমিল্লার টানা তৃতীয় হারের ম্যাচে বরিশালের হ্যাটট্রিক
- আখাউড়ায় অবৈধ মালামালসহ আটক ২
- কুবির লোক প্রশাসন বিভাগের ১৩তম আবর্তন শিক্ষা কার্যক্রম বন্ধ
- কুবিতে আবারও ভর্তি হচ্ছেন খুনের মামলার প্রধান আসামি
- কন্টেইনারে আটকে মালয়েশিয়া যাওয়া কিশোরের বাড়ি কুমিল্লায়
- কুমিল্লায় সাত বছরের শিশু ১০ মাসে কোরআনে হাফেজ!
- ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- চীনে বন্ধ হচ্ছে ‘বিদেশ থেকে আসাদের’ বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
- ডাকাত সন্দেহে শ্যালক-ধুলাভাইকে পিটিয়ে হত্যা
- ব্রাহ্মণবাড়িয়ায় মিলছে না মোটা ধান
- মতলব বৃত্তি পরিক্ষার ২৫ মেধাবী শিক্ষার্থীকে পুরুস্কার বিতরণ
- কচুয়ায় অবসরে যাচ্ছেন তিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
- আশুগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব, বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
- লালমাইয়ে ১৬ দোকান পুড়ে ছাই