ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

অবশেষে নিমসার বাজারে ফুটওভার ব্রিজের অনুমোদন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জনগণের রাস্তা পারাপারের জন্য ১৫টি ফুটওভার ব্রিজ থাকলেও দেশের অন্যতম বৃহৎ সবজির পাইকারী বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার কাঁচা বাজারে ফুটওভার ব্রিজ নেই। এতে ওই বাজারের ক্রেতা বিক্রেতা ছাড়াও আশপাশের এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বাজার থেকে সরকারি কোষাগারে প্রতি বছর কোটি টাকারও অধিক রাজস্ব জমা দেয়া হয়। তাই ওই বাজারের ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর দাবি অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের। তবে সম্প্রতি ওই বাজারে ফুটওভার ব্রিজের অনুমোদন পাওয়া গেছে বলে সওজ জানিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা কার্যালয় থেকে জানা যায়, ফোরলেন চালুর পর দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া বাজার, বাগুর বাস স্টেশন, ক্যান্টনমেন্ট, নন্দনপুর, পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী, মিয়াবাজার কলেজ রোড, মিরশ্বান্নী বাজার, চৌদ্দগ্রাম কলেজ ও বালিকা বিদ্যালয় রোড, জগন্নাথদিঘী এলাকাসহ অন্যান্য স্থানে ১৫টি ফুটভার ব্রিজ নির্মাণ করা। কিন্ত ব্যস্ততম বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ পর্যন্ত ফুটভার ব্রিজ তৈরী হয়নি। এতে ক্রমেই বাড়ছে দুর্ভোগ। গত বছরের ২১ সেপ্টেম্বর ওই বাজারে ফুটওভার ব্রিজ তৈরী করতে সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল স্বাক্ষরিত একটি চিঠি সওজ প্রধান প্রকৌশলী বরাবরে পত্র পাঠানো হয়েছে। এতে বরাদ্দ চাওয়া হয়েছে ৬ কোটি টাকা । দেরীতে হলেও পাওয়া গেছে অর্থ বরাদ্দ।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বৃহৎ পাইকারী এ সবজির নিমসার বাজারে প্রতিদিন ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে সবজি নিয়ে পাইকারী ব্যবসায়ীরা আসছেন। এছাড়াও এলাকার খুচরা পর্যায়ের ক্রেতা ও বিক্রেতারাও আসছেন। মহাসড়কের উভয় পাশে বসে বাজার। ব্যবসায়ীরা বলেন, সেখানে রয়েছে অনেক আড়ত,যেখানে ২৪ ঘন্টাই চলে বেচা-কেনা। বাজারে রয়েছে ৬ টি ব্যাংকসহ কয়েকটি এনিজওর শাখা অফিস। এছাড়াও বাজারের পাশের এলাকায় রয়েছে কলেজ, বালিকা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থী ছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ বাজারে। কিন্তু বাজার অংশে রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যানজট ঠেকাতে রাস্তার মাঝে সড়ক বিভাজকে লোহার বেরিকেড দেয়ায় রাস্তা পারাপারে আরও দুভোর্গ বেড়েছে। বিভাজক কোথাও কোথাও তা দখলও হয়ে গেছে।
স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী বলেন, হাইওয়েতে দ্রুতগতিতে যান চলাচলের কারণে রাস্তা পারাপার হতে গিয়ে শিক্ষার্থী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ লোকজনকে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক জানান, শিক্ষার্থীরা রাস্তা পারাপার হতে ভয় পায়,অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কের মধ্যে থাকেন। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আমাদেরকেও উৎকণ্ঠায় থাকতে হচ্ছে। এখানে ফুটওভার ব্রিজ তৈরীর খবরে আমরা আনন্দিত। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘নিমসার বাজারটি অত্যন্ত ব্যস্ততম। সেই গুরুত্ব বিবেচনায় আমাদের পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে ও অর্থ বরাদ্দ পেয়ে উচ্চ পর্যায়ে পত্র প্রেরণ করা হয়েছিল, সম্প্রতি এর এর অনুমোদন মিলেছে। সহসাই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে বলে আশা করছি। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খান বলেন, অনেক আগেই এ বাজারে ফুটওভার ব্রিজ তৈরী করার কথা ছিল। বিষয়টি সংশ্লিষ্টদের (সওজ) অবহিত করার পর তারা এ বিষয়ে উদ্যােগ গ্রহণ করায় ধন্যবাদ। এর ফলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপকৃত হবে।