ব্রেকিং:
মোবাইল ব্যাংকিং: ২২ কোটি গ্রাহকের লেনদেন ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ইসরায়েলে হামলার পর বাইডেনকে ফোন দিলেন নেতানিয়াহু ৩১ দিন পর বাংলাদেশি সেই ২৩ নাবিক মুক্ত তরুণ-তরুণীর ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, কারা তারা? তরমুজের গায়ে এবার ‘মৌসুম শেষের’ হাওয়া, বেড়েছে দাম চালক-সুপারভাইজারের মৃত্যু নিয়ে গল্প সাজিয়েছেন হেলপার: পুলিশ এবার কুকি-চিনের সহযোগী লাল বম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আ.লীগ নেতা আটক কেএনএফের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর ফোর্বসের বিলিয়নিয়ার প্রকাশ, ধনীদের তালিকায় বাংলাদেশের আজিজ খান ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি বিএনপির ‘বয়কট ভারত’ আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস ভাড়া কমিয়ে প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে জামায়াতের অনুসারী বেশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম মেট্রোরেল চলাচল স্বাভাবিক বুয়েটে ছাত্রলীগের প্রবেশ: অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল
  • বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগের জয় নিশ্চিত: ইকবাল সোবহান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন তার জন্য দেশবাসী তাকে পুনরায় জয়ী করবে, এতে কোন সন্দেহ নেই। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা যদি মানুষ মনে রাখে, তবে কোন দিনই তারা ক্ষমতার মুখ দেখবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সমৃদ্ধির বাংলাদেশ অর্জনের প্রবাসীদের ভূমিকা ও জাতীয় নির্বাচন শীর্ষক এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রবাসীদের উদ্দেশ্যে ইকবাল সোবহান বলেন, প্রবাসীরা নানা প্রতিকূলতা অতিক্রম করে সেখানে রাজনীতি করেন। তারা দেশ প্রেমিক। যদি দেশ প্রেম না থাকতো তবে এমন দুরূহ কাজ কখনোই সম্ভব হতো না। এ জন্যই তারা দেশে ফিরে নির্বাচনে যোগ দিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে জেতাতে চালাচ্ছেন নানামুখী গণসংযোগ। তিনি বলেন, বিএনপি নেত্রী এতিমের টাকা তসরুপ করার কারণে দণ্ডিত হয়ে এখন কারাগারে। তাদের আরেকজন শীর্ষ নেতা তারেক রহমান, তিনি খুনি হিসেবে দণ্ডিত হয়ে বিদেশে পলাতক রয়েছেন। ব্রিটিশ সরকারের কাছে পাসপোর্ট জমা দিয়ে আশ্রয় ভিক্ষা চেয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, যে নিজের দেশের পাসপোর্ট জমা দিয়ে বিদেশের কাছে নাগরিকত্ব চায়, সে কিভাবে দেশে ও দলের নেতৃত্ব দেবে?

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরেফিন সিদ্দিকী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় প্রবাসীরা আজ বিদেশে মাথা উচু করে পরিচয় দিতে পারছেন। বলতে পারছেন আমরা সেই দেশের নাগরিক যে দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তিনটি গুণের কথা উল্লেখ করে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রী ধার্মিক ও সততায় অনন্য দৃষ্টান্ত। তিনি বঙ্গবন্ধুর মতোই সাহসী ও কথা দিয়ে কথা রাখেন। তাই আপনারা সবাই নির্বাচনে অংশ নিয়ে নৌকার পক্ষে কাজ করবেন। তিনি বলেন, যদি চোর-বাটপার এবং বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে তবে উন্নয়নের ধারা ভূলুণ্ঠিত হবে। তাই ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা গাউসুল আলম শাহজাদা, মোহাম্মদ আলী সিকদার, ড. মাহাবুবুল আলম. গিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলী আজগর, রাশেদুল মোল্লা প্রমুখ।