ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আবার ফিরে আসবেন ‘বঙ্গবন্ধু’

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ। তিনি বেঁচে থাকলে তার বয়স হতো একশ’বছর। তিনি আমাদের দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন একটা জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর একটা মানচিত্র। আমাদের দেশ যত দিন থাকবে, নদ-নদী যত দিন বইবে, তত দিনই কীর্তি থেকে যাবে বঙ্গবন্ধুর। বাস্তবে তাকে আর দেখা যাবে কিন্তু আবার ঠিকই ফিরে আসবেন বঙ্গবন্ধু, আর সেটি রূপালি পর্দায়।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ শিরোনামের বায়োপিক নির্মাণ করছেন বলিউড বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। এরইমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ। কয়েকদিন আগে এই বায়োপিকের অভিনয় শিল্পীদের আংশিক তালিকা প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

সেই তালিকা থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে বয়সভিত্তিক রূপে কয়েকজনকে অভিনয় করতে দেখা যাবে। তাদের মধ্যে নুসরাত ফারিয়া (ছোট শেখ হাসিনা), জান্নাতুল সুমাইয়া (বড় শেখ হাসিনা), ওয়ানিয়া জারিন আনভিতা (শেখ হাসিনা ৮-১২ বছর) ও শেখ রেহানার চরিত্রে অভিনয় করবেন সামান্তা রহমান (শেখ রেহানা ছোট)। 

বিএফডিসি কর্তৃক প্রকাশিত প্রাথমিক ওই তালিকা থেক আরো জানা যায়, বঙ্গবন্ধুর বায়োপিক সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন দেওয়ান মো. সাইফুল ইসলাম সামদ, এ. কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাষানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ। 

এছাড়া, শেখ কামালের চরিত্রে বয়সভিত্তিক অভিনয় করবেন কামরুল হাসান/ইশরাক তূর্য্য/ তৌহিদ, শেখ জামালের চরিত্রে শরীফ সিরাজ, মানিক মিঞার চরিত্রে তুষার খান, খন্দকার মোস্তাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ মনির চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর। 

তবে যে তালিকাটি প্রকাশ করেছে সেটি প্রাথমিক তালিকা। মঙ্গলবার ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ ছবির শিল্পীদের পুরো তালিকা প্রকাশ পাবার কথা রয়েছে।

এই বায়োপিকে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

বায়োপিকটি নির্মাণের কাজে নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ করবেন দয়াল নিহালানি। এর চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। আর কস্টিউম ডিরেক্টর হিসেবে থাকছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

বাংলা ভাষায় নির্মিত বঙ্গবন্ধু বায়োপিকটি, তবে পর্দায় হিন্দি সাব-টাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রটির বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ সরকার ও ৪০ ভাগ দিচ্ছে ভারত সরকার।

১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করলেন বঙ্গবন্ধু। শুরু হয়েছে মুজিববর্ষ। শিগগিরই শুরু হবে এই বায়োপিকের শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণ কাজ।