ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আরেকটি নতুন থানা হতে যাচ্ছে কুমিল্লায়

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

নগর কুমিল্লায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইনি সেবা সহজতর করার লক্ষ্যে আদর্শ সদর নামে আরেকটি থানা হতে যাচ্ছে। রোববার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন থানার বিষয়টি রেজুলেশনে অর্ন্তভুক্ত করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলামের বরাবর নতুন আরেকটি থানার প্রয়োজনীয়তার বিষয়ে সভায় প্রস্তাবনা পেশ করেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।

সভায় চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল বলেন,সর্বশেষ সদর দক্ষিণের নয়টি নিয়ে মোট ২৭ টি ওর্য়াড মিলিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিধি বৃদ্ধি পেয়েছে। এতে করে সিটি কর্পোরেশনে সংগঠিত আইনি সমস্যাগুলো নিয়ে আদর্শ সদর এবং সদর দক্ষিণ দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করতে হয়। সিটি কর্পোরেশনের ভেতর দুটি থানার অবস্থান বলে অনেক সময় ঘটনাস্থলে কোন থানার পুলিশ যাবে তা নিয়ে রশি টানাটানি অবস্থা সৃষ্টি হয়। এছাড়া আদর্শ সদর উপজেলার পরিধিও অনেক। এ ক্ষেত্রে পুলিশী সেবাদানেও বিঘ্ন ঘটে। কোন ঘটনা ঘটলে দুই থানার দুটি সংসদীয় এলাকায় সাংসদদের সাথেও কথা বলতে হয়। যদি সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ড মিলে একটি থানা এবং আদর্শ সদর উপজেলার ৬ টি ইউনিয়ন নামে আরেকটি থানা চালু করা যায় সেক্ষেত্রে পুলিশী সেবা প্রদান অনেক সহজতর হবে।

এ সময় এড.টুটুল প্রস্তাব করেন বর্তমান কোতয়ালী মডেল থানাটি পুরো সিটি কর্পোরেশনের জন্য এবং সদর উপজেলার ৬ টি ইউনিয়নকে নিয়ে আদর্শ সদর থানা তৈরি করার প্রস্তাব দেন। এ সময় সভায় উপস্থিত সকলে এ বিষয়ে সমর্থন দেন।

জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর বলেন, আরেকটি থানার প্রয়োজনীয়তা খুবই যৌক্তিক। যদি থানার কার্যক্রম শুরু করা যায় সেক্ষেত্রে ভূমি অধিগ্রহণের জন্য বেগ পোহাতে হবে না। কারণ প্রস্তাবিত আদর্শ সদর উপজেলার জন্য যে জায়গা অধিগ্রহণ করা আছে, সেখানে আর কিছু জমি নিয়ে নিলেই থানার অবকাঠামো নির্মাণ করা যাবে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বলেন,বিষয়টি যৌক্তিক এবং সময়োযোগী। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খুব দ্রুতই এ বিষয়ে প্রস্তাবনা পেশ করবো।