ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আসল নয়, বিশ্বকাপজয়ীদের রেপ্লিকা ট্রফি দেয়া হয়!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯  

মূল ম্যাচ হলো টাই, সুপার ওভারও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারির ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপ কেন, ক্রিকেটের ইতিহাসেও এমন ম্যাচ আর কখনো দেখা যায়নি।

ঐতিহাসিক এবং অবিস্মরণীয় এই ম্যাচটির পর স্বাভাবিকভাবেই আনন্দ ইংলিশ শিবিরে আর হতাশায় নিমজ্জিত কিউইরা। তবে সাধারণ ক্রিকেট সমর্থকদের অনেকেই এখনো বিশ্বাস করতে পারছেন না, কি হয়ে গেল রোববার রাতে! এমন শ্বাসরুদ্ধকর একটি ম্যাচের কি আর কখনো দেখা মিলবে? কিন্তু অবিশ্বাস্য এই ম্যাচটি নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে নতুন বিতর্ক। প্রথম থেকে এই ম্যাচটিরও বিতর্ক পিছু ছাড়ছে না। ম্যাচের নির্ধারিত ৫০ ওভারে সমাপ্তি এলো না। ফল হলো টাই।

এরপর গড়ালো সুপার ওভারে। সেখানেও টাই। কেউ জেতেনি, কেউ হারেনি। তবুও চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ নিয়ে এখন ক্রিকেট বিশ্বে পুরোদমে চলছে আলোচনা-সমালোচনা। তবে নিয়ম অনুযায়ী বিশ্বকাপের দাবিদার ইংল্যান্ডই।

যে ট্রফির জন্য বিশ্বের ক্রিকেট দলগুলোর তুমুল লড়াই, বিশ্বকাপের দ্বাদশ আসর জিতে সেই ট্রফিটি উঁচিয়ে ধরেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে অবাক করা খবর- ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান হাতে যে ট্রফিটি তুলে দেয়া হয়েছে তা আসল ট্রফি নয়। এটি একটি রেপ্লিকা!

জানা যায়, ক্রিকেট বিশ্বকাপে বর্তমান নকশার ট্রফিটি ১৯৯৯ বিশ্বকাপ থেকে দেয়া শুরু হয়। এর আগে ১৯৯৭ সালে তৈরি করা হয় বিশ্বকাপ ট্রফি। মজার ব্যাপার হল- তৈরি করার পর থেকে কোনো দলের হাতেই মূল বিশ্বকাপ ট্রফিটি তুলে দেয়া হয়নি। ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের পর ২০১৯ বিশ্বকাপেও শিরোপাজয়ী দল পেয়েছে মূল ট্রফির রেপ্লিকা!

আইসিসির এক মুখপাত্রর ভাষ্য অনুযায়ী, আইসিসি বিশ্বকাপের আসল ট্রফিটি আইসিসি হেডকোয়ার্টারে যত্নসহকারে রাখা আছে। সেই ট্রফি নির্মাণে কারিগরদের শ্রম, চেষ্টা ও মাহাত্ম্যর কথা চিন্তা করে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোকে দেয়া হয় রেপ্লিকা ট্রফি, আর মূল ট্রফিটি আদতে দেখানোও হয় না!

আইসিসির মুখপাত্র বলেন, আসল ট্রফিটি আইসিসি হেডকোয়ার্টারে রাখা আছে। বিশ্বকাপজয়ীদের রেপ্লিকা ট্রফিটিই দেয়া হয়।

মরগানরা হাতে তো নিতে পারলেনই না, এমনকি ফাইনালের ভেন্যু ক্রিকেট তীর্থ খ্যাত লর্ডসেও আনা হয়নি বিশ্বকাপের মূল ট্রফি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘ট্রফি ট্যুর’ এর সময়েও রেপ্লিকা ট্রফিটিই ব্যবহার করা হয়। এমনকি একই সময়ে একাধিক দেশে ট্রফি প্রদর্শনের গুঞ্জনও রয়েছে, যা রেপ্লিকা ট্রফির ব্যবহার ছাড়া সম্ভবও নয়!