ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘আয়নামতি-ময়নামতি’ নামে নয়; কুমিল্লা বিভাগ চাই ‘কুমিল্লা’ নামে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

‘কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নে জোর দাবি জানিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে এগিয়ে যাওয়ায় অবদান আছে কুমিল্লারও। দেশের অন্যান্য জেলার চেয়ে সকল ক্ষেত্রেই এগিয়ে রয়েছে কুমিল্লা। অবদান রাখছে দেশের সমৃদ্ধিতে। তাই আমি বলি-
কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ। আর এ বিষয়টা বারবার প্রমাণিত।

তিনি বলেন, বিভাগ বাস্তবায়নে আমাদের এই কুমিল্লায় সবকিছুই আছে। পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষাবোর্ড আছে; অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যালয়ও আছে। কেবল উন্নয়ন কর্তৃপক্ষ, একজন কমিশনার ও একজন ডিআইজি হলেই বিভাগের সব শর্ত পূরণ হবে কুমিল্লায়। তাই আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কুমিল্লা বিভাগ হবে। আমরা ‘আয়নামতি-ময়নামতি’ নামে নয়; কুমিল্লা বিভাগ চাই ‘কুমিল্লা নামে।

গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

‘কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার হৃদয়ের কথা, এটা কুমিল্লার মানুষের হৃদয়ের কথা।
আমাদের কুমিল্লা সারাদেশে অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। রেমিটেন্সের দিক থেকে আমার সবার চেয়ে এগিয়ে, মাছ উৎপাদনেও আমরা প্রথম। অন্যান্য জেলার তুলনায় এই জেলায় খাদ্য উদ্বৃত্ত থাকে অনেক। এছাড়া শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলায় আমরা এগিয়ে আছি। সদ্য যুব বিশ্বকাপ ক্রিকেট জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই কুমিল্লার তিন কৃতী সন্তান। বার বার নানাভাবে প্রমাণ হয়েছে, ‘কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ’।

এমপি বাহার আরো বলেন, এই কুমিল্লায় অনেক খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়েছে। স্বাধীনতার পর এই কুমিল্লা থেকে ২ জন সেনানায়ক, ২ জন কেবিনেট সেক্রেটারি, ২ জন প্রধান বিচারপতি, ৪ জন আইজিপিসহ আরো কত কত উচ্চপর্যায়ে কর্মকর্তা পেয়েছি। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লাতেই চলছে এর অগ্রযাত্রা। যে কারনেই আমি বিশ্বাস করি এবং বলি কুমিল্লা এগুলেই-এগুবে বাংলাদেশ।  

২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নের দিক থেকে আমেরিকা, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়ার পর্যায়ে পৌঁছুবে বলে আশাবাদ ব্যক্ত করে এমপি বাহার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি; আরো এগিয়ে যাবো। আমাদের লক্ষ ঠিক করা আছে। এখন সবার পথচলা এক সাথে হলেই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়ন হবে।