ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ইয়াতিমের মাল আত্নসাৎ করা এবং তাদের ওপর যুলুম করার শাস্তি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ মে ২০১৯  

‘যারা ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছইু ঢুকায় না। অচিরেই তারা জাহান্নামে জ্বলবে।’ (সূরা নিসা-১০)

‘তোমরা ইয়াতিমের সম্পত্তির কাছে যেওনা। তবে উত্তম পন্থায় তাদের বয়োঃপ্রাপ্তির পূর্ব পর্যন্ত তদারকী করতে পার।’ (সূরা আন আম-১৫২)

হজরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূল (সা.) বলেছেন, মিরাজের রাতে আমি এমন কিছু লোককে দেখলাম, যাদের দায়িত্বে নিয়োজিত রয়েছে অপর কতক লোক। যারা তাদের দায়িত্বে নিয়োজিত, তারা ওই লোকরে মুখের চোয়াল খুলে হা করাচ্ছে, আর অপর কয়েকজন জাহান্নাম থেকে আগুন, পাথরের টুকরো এনে তাদের গলায় ঢুকিয়ে দিচ্ছে। সংগে সংগে পাথর গুলো তাদের মলদ্বারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাঈল ! এরা কারা? তিনি বললেন যারা ইয়াতিমের সম্পত্তি আত্নসাৎ করে তারা। তারা কেবল আগুন খেয়ে থাকে। (মুসলিম)

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেন, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা কতক লোককে এমন অবস্হায় কবর থেকে ওঠাবেন, যাদের পেট হতে আগুন নির্গত হবে এবং তাদের মুখমন্ডল ঝলসে যাবে। সাহাবীগণ আরজ করলেন হে আল্লাহর রাসূল (সা.)! ওরা কারা? রাসূল (সা.) বললেন, আল্লাহ তায়ালার এ কথাটা তুমি পড়নি যে, যারা ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভক্ষণ করে না।

ইমাম সুদ্দী (রহ) বলেন, অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ আত্নসাৎকারী যখন কিয়ামতের ময়দানে সমবেত হবে, তখন তার নাক, মুখ, কান ও চোখ দিয়ে আগুন নির্গত হবে। তাদেরকে যেই দেখবে সেই চিনতে পারবে, এরা ইয়াতিমের সম্পদ আত্নসাৎকারী।

অভিজ্ঞ ওলামাগণ বলেন, ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী অভিভাবক যদি দরিদ্র হয় তবে যে পরিমাণ প্রয়োজন ততটুকু নিজের জন্য ব্যয় করতে পারবে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে তা অবৈধ ও হারাম হবে। আল্লাহ তায়ালা ইয়াতিমের অভিভাবক সম্পর্কে বলেন, যে ধনী ,সে যেন সংযত থাকে আর যে দরিদ্র, সে যেন নেয় সংগত পরিমানে খায়। (সূরা নিসা- ৬)

এই ন্যায়সংগত পরিমাণটা কী? সে সম্পর্ক চার প্রকার বিধান রয়েছে-
১.দরিদ্র অভিবাবক তা ঋণ হিসেবে গ্রহণ করবে।
২.অপব্যায় না করে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করবে।
৩.ইয়াতিমের কোনো কাজ করে দেয়ার বিনিময়ে ওই কাজের সঙ্গে সংগতি রেখে পারিশ্রমিক নিতে পারবে।
৪.অতীব প্রয়োজন হলে নিতে পারবে। এক্ষেত্রে সচ্ছল হলে তা পরিশোধ করতে হবে। আর অসচ্ছল হলে পরিশোধ না করলেও জায়েয হবে। এ চারটি মত আল্লামা ইবনুল জাওযীয় তাফসীরে বর্ণনা করেন।

রাসূল (সা.) বলেন, ‘আমি ও ইয়াতিমের ভরণপোষণকারী অভিভাবক জান্নাতে এভাবে থাকবো ।’ এই বলে তিনি হাতের দুই আঙুল একত্রিত করেন। (বুখারী)

রাসূল (সা.) বলেন, ‘ইয়াতিম চায় সে আপন হোক বা পর হোক তার ভরণপোষণকারী ও আমি জান্নাতে এই দুই আঙুলের মত থাকবো ।’ এই বলে তিনি দুটি আঙুল দেখান।

ইয়াতিমের ভরণপোষণ বলতে বুঝায় তার দ্বায়-দায়িত্ব বহন করা, তার ধন সম্পদ থেকে থাকলে তার খাদ্য ও পোশাক ইত্যাদির ব্যবস্হা করা এবং ওই সম্পদ যাতে উত্তরোত্তর বাড়ে তারও ব্যবস্হা করা। আর যদি তার কোনো সম্পদ না থেকে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে নিজের সম্পদ থেকে তার ভরণপোষণ করা। হাদীসে আছে যে, ‘আপন ও পর’ কথাটা বলা হয়েছে তার এই অর্থ যে, সে আত্মীয় হোক কিংবা কোনো অপরিচিত লোক হোক। উদাহরণ স্বরূপ বলা যায় যে, অভিভাবক তারা, ভাই, মা, চাচা, মায়ের পরবর্তী মামী, মামা অথবা অন্য কোনো আত্মীয় হলে সে তার আপনজন। নচেত সে পর।

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ইয়াতিম শিশুকে নিজের পানাহারের অন্তর্ভুত করে নেয় এবং উক্ত ইয়াতিমকে আল্লাহ সচ্ছল ও স্বাবলম্বী না করা পর্যন্ত এভাবে নিজ দায়িত্বে রাখে, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করবেন। তবে ক্ষমার অযোগ্য কোনো গুনাহ করলে তার কথা স্বতন্ত্র। মুসনাদে আহমাদে আছে, রাসূল (সা.) বলেছেন, আল্লাহ ছাড়া যে ইয়াতিমের মাথায় হাত বুলানোর মত কেউ নেই, সেই ইয়াতিমের মাথায় যে হাত বুলায়, তার হাতের পরশ পাওয়া প্রতিটি চুলের বদলায় সে এক একটি নেকি লাভ করবে। আর যে ব্যক্তি কোনো ইয়াতিমের প্রতি সদ্বব্যবহার করে, সে আর আমি এভাবে (একত্রে ) জান্নাতে থাকবো। (তিরমিযী)

এক ব্যক্তি হজরত আবু  হুরায়রা (রা.)-কে বললো, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, ইয়াতিমের প্রতি সদয় হও, তাকে কাছে টেনে নাও এবং নিজের খাদ্য থেকে তাকে খাওয়াও। কেননা একবার এক ব্যক্তি রাসূল (সা.)-কে জানালো যে, তার হৃদয় খুবই কঠিন। তখন রাসূল (সা.) তাকে বললেন, তুদি যদি চাও যে তোমার হৃদয় কোমল হোক, তাহলে ইয়াতিমকে নিজের নিকটবর্তী কর, তার মাথায় হাত বুলাও এবং নিজের খাদ্য থেকে তাকে খাওয়াও। এসব করলে তোমার হৃদয় কোমল হয়ে যাবে। (মুসনাদে আহমাদ)