ব্রেকিং:
ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

উদ্বোধনের অপেক্ষায় দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ মে ২০১৯  

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্বিষহ যানজট আর সীমাহীন দুর্ভোগের অবসানে প্রস্তুত, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু। আসন্ন ঈদুল ফিতরের আগেই আসছে সুখবর। উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। বহু প্রত্যাশিত চার লেন বিশিষ্ট এই সেতু দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০১৩ সালে প্রথম ‘কাচপুর দ্বিতীয় সেতু’, ‘দ্বিতীয় মেঘনা’ ও ‘দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সেসময় সরকারি সিদ্ধান্তে বলা হয়- নতুন এই তিনটি সেতু নির্মাণের পাশাপাশি পুরনোগুলোর সংস্কার শেষ হলে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। 
সেসময় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৮,৪৮৬ কোটি টাকা। এর মধ্যে জাইকার ৬,৪২৯ কোটি টাকা এবং সরকারি তহবিল থেকে যোগান দেয়া হয় ২,০৫৭ কোটি টাকা। এ প্রকল্পের প্রথম সেতু হিসেবে এরইমধ্যেই কাচপুর দ্বিতীয় সেতু চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।  
সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ৯৩০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪১০ মিটার দৈর্ঘ্যের গোমতি সেতু দুটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এরইমধ্যে এর সব কাজ শেষ হয়েছে। এখন চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। প্রকল্পের বাস্তবায়নকাল ধার্য করা হয়েছিল ২০১৩ থেকে ২০২০ সাল। 
প্রকল্প সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের অন্তত ৬ মাস আগে সেতু ৩টির সম্পূর্ণ নির্মাণকাজ শেষ হয়ে যাবে। ফলে প্রাক্কলিত ব্যয় থেকে প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে। অর্থাৎ এই পরিমাণ অর্থ কম ব্যয় হবে। সেতু ৩টি যৌথভাবে নির্মাণ করছে জাপানি প্রতিষ্ঠান ওবায়শি করপোরেশন, সিমিজু করপোরেশন এবং জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম দৈনিক জাগরণকে বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে ২০১৩ সালে দ্বিতীয় কাচপুর সেতু, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রথমটি এরইমধ্যে উদ্বোধনের পর খুলে দেয়া হয়েছে। এখন বাকি দুটি সেতুও প্রস্তুত। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। আশা করছি ঈদুল ফিতরের আগেই দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধনের পর খুলে দেয়া হবে।