ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

উপজেলা পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে-মতিন খসরু

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেয়া হবে। যারা আওয়ামীলীগের পতাকাতলে দীর্ঘদিন সততার সহিত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছেন দল তাদের অবশ্যই সঠিক মূল্যায়ন করবে। রোববার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি এ কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মো. মনিরুল হকের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ৫ জন থেকে ৩ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচিতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড. এমএ বারী এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের। অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে ৮ জন আগ্রহ প্রকাশ করলে তাদের থেকে উপজেলা যুবলীগের আহবায়ক মো. সুলতান আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুজন ও কৃষকলীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন ভূইয়াকে প্রাথমিক ভাবে নির্বাচিত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জন মনোনয়ন প্রত্যাশী থেকে ৩ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়। তারা হলেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এড. জাহান আরা বেগম, মহিলা আওয়ামীলীগের সদস্য এড. শামীমা আক্তার চৌধুরী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব আছমা আক্তার। বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড. এমএ বারী, যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জমির হোসেন ঠিকাদার, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, সুলতান আহাম্মদ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, হাজী জসিম উদ্দিন চেয়ারম্যান, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চেয়ারম্যান, গিয়াস উদ্দিন মুহাম্মদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহিন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম ভূইয়া খোকন, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কাশেদুল হক ভূইয়া বাবু, এড. মাহাবুব আলম, এমএ সোহেব, মোঃ মোহন খান চৌধুরী, এড. জামাল হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক এড. জাহান আরা বেগম, সদস্য সচিব আছমা আক্তার মেম্বার, এড. শামীমা আক্তার চৌধুরী, মোঃ আক্তার হোসেন, মোঃ শাহআলম, সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মোল্লা,  আওয়ামীলীগ অফিসের দায়িত্বে মোঃ খোরশেদ আলম, যুবলীগের আহবায়ক মোঃ সুলতান আহাম্মদ, যুগ্ম আহবায়ক জহিরুল হক ঠিকাদার, ই¯্রাফিল ভূইয়া, মোঃ হাবিবুর রহমান, রেজাউল করিম, আমজাদ হোসেন মেম্বার, কৃষকলীগের সভাপতি প্রধান শিক্ষক মজিবুর রহমান, সেক্রেটারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি বিল্লাল হোসেন সরকার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সেক্রেটারি গাজী আব্দুল হান্নান, ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহাম্মদ সবুজ, সাবেক সেক্রেটারি মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, সাবেক চেয়ারম্যান শাহিন খান মেম্বার, সাবেক ছাত্রলীগের আহবায়ক আলী হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক আবু কাউছার দীপু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রেজাউল করিম শিপন, সদস্য সচিব আহসান পারভেজসহ থানা আওয়ামীলীগের সকল সদস্য, ৮টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এবং সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।