ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

এমপি কর্তৃক উপজেলা চেয়ারম্যানকে মারধর: প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চেয়ারম্যান সমর্থকরা।

বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ বিক্ষোভ করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিক্ষোভকারীরা ২০ মিনিট ধরে বিক্ষোভ করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুরোধ করলে তারা অবরোধ উঠিয়ে নেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভের অংশ নেওয়া দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূইয়া বলেন, একজন সংসদ সদস্য হয়ে কিভাবে একজন উপজেলা চেয়ারম্যানের গায়ে হাত তুলতে পারেন এটাই আমার প্রশ্ন। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ূন কবির বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় আমরা বিব্রত। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আজ এর প্রতিবাদেই আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

১৬ জুলাই সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি কমিটির বৈঠকেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ ওঠে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার উপজেলার এলাহাবদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিরাজ ও সাধারণ সম্পাদক হিসেবে স্বপনের নাম ঘোষণা করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘোষিত কমিটিকে সমর্থন দেন।

এতে সংসদ সদস্য রাজী ফখরুল ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে কিল, ঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উদ্ভূত পরিস্থিতিতে সভা শেষ না করেই জেলা নেতৃবৃন্দ ওই সভার সমাপ্তি ঘোষণা করেন।