ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কত ভোট পেলেন ডাকসুর বিজয়ীরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

২৮ বছর পর ডাকসুর ইতিহাসে যোগ হলো আরেকটি নির্বাচন। এবার ভিপি ও সমাজসেবা পদ ছাড়া সবকটি পদেই জয় পেয়েছে ক্ষমতাসীনদের ছাত্রলীগ। 

সোমবার দিনভর নানা ঘটনার মধ্যদিয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন। রাত সাড়ে তিনটার দিকে ঘোষণা করা হয় ফলাফল। 

ফলাফলে ভিপি পদে নুরুল হক নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক শোভন পেয়েছেন নয় হাজার ১২৯ ভোট।

জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটার রাশেদ খান পেয়েছেন ছয় হাজার ৬৩ ভোট।

এজিএস পদে ছাত্রলীগের সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা আন্দোলনের ফারুক হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৮৯৬ ভোট।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের সাদ বিন কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১২ হাজার ১৮৭ ভোট।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন ছাত্রলীগের মো. আরিফ ইবনে আলী। তিনি পেয়েছেন নয় হাজার ১৫৪ ভোট।

কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের লিপি আক্তার। লিপি পেয়েছেন আট হাজার ৫২৪ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের শাহরিমা তানজিন অর্নি। তিনি পেয়েছেন ১০ হাজার ৬০৪ ভোট।

সাহিত্য সম্পাদক হয়েছেন ছাত্রলীগের মাজহারুল কবির শয়ন। কবির ১০ হাজার ৭০০ ভোট পেয়েছেন।

সংস্কৃতি সম্পাদক হয়েছেন ছাত্রলীগের আসিফ তালুকদার। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৯ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের শাকিল আহমেদ তানভীর। শাকিল পেয়েছেন নয় হাজার ৪৭ ভোট।

ছাত্র পরিবহন সম্পাদক হয়েছেন ছাত্রলীগের শামস-ঈ-নোমান। তিনি পেয়েছেন ১২ হাজার ১৬৩ ভোট।

সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন কোটার আখতার হোসেন। তিনি পেয়েছেন নয় হাজার ১৯০ ভোট।

এছাড়া সদস্য পদে জয়ীরা সবাই ছাত্রলীগের। সদস্য পদে যোশীয় সাংমা চিবল পেয়েছেন ১২ হাজার ৮৬৮ ভোট, মো. রকিবুল ইসলাম ঐতিহ্য পেয়েছেন ১১ হাজার ২৩২, মো. তানভীর হাসান সৈকত পেয়েছেন ১০ হাজার ৮০৫, তিলোত্তমা সিকদার পেয়েছেন ১০ হাজার ৪৬৬, নিপু ইসলাম তন্বী পেয়েছেন ১০ হাজার ৩৯৩, রাইসা নাসের পেয়েছেন নয় হাজার ৭৬৮, সাবরিনা ইতি পেয়েছেন ৯ হাজার ৪৫০, মো. রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন আট হাজার ৬৭৩, নজরুল ইসলাম পেয়েছেন আট হাজার ৫০৯, মোসা. ফরিদা পারভিন পেয়েছেন আট হাজার ৪৬৯, মুহা. মাহমুদুল হাসান পেয়েছেন সাত হাজার ৯৭৮, মো. সাইফুল ইসলাম রাসেল পেয়েছেন সাত হাজার ৮১২ ভোট এবং মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ছয় হাজার ৫১৭ ভোট।