ব্রেকিং:
‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

করোনা আক্রান্তদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সেবা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ জুন ২০২০  

করোনাভাইরাস আক্রান্তদের ফোন দিয়ে খোঁজ-খবর নিতে নতুন সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)। তারা আক্রান্ত রোগীদের পুষ্টিবিষয়ক পরামর্শ ও বাসা জীবাণুমুক্ত করাসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের সিডিসি শাখা একটি সেবা চালু করেছে, যার নাম ‘সিডিসি কেয়ার ফর অল, সিডিসি আছে আপনার পাশে’।

যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি চালু হয়েছে। সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা। বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টিবিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দেবেন। এক্ষেত্রে তাদের (সিডিসির) ফোন নম্বরগুলোতে কেউ ফোন করবে না। কিন্তু তারাই (সিডিসি) আক্রান্ত ব্যক্তিদের ফোন নম্বর, যা পরীক্ষা রেজাল্টের সাথে থাকে ফোন করে এই সেবাগুলো দিয়ে থাকবে।’

তিনি বলেন, ‘তারা শুধু প্রথম দিন ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য সিডিসি এই সেবাটি সপ্তম দিন ও ১৪তম দিনেও ফোন করে তাদের খোঁজ-খবর নেবে।’

নাসিমা সুলতানা জানান, সিডিসির এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম। তারা প্রতি মাসে ১০ হাজার মিনিট ফ্রি কল সুবিধাসহ সিম ও ১০টি মোবাইল ফোন প্রদান করেছেন।

তিনি অধিদপ্তরের পক্ষ থেকে রবি টেলিকমকে এই সহযোগিতা দেয়ার জন্য ধন্যবাদ জানান।