ব্রেকিং:
‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

করোনা প্রতিরোধে কুমিল্লায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

শুক্রবার থেকে কুমিল্লা জেলায় লক ডাউন কার্যকর হলেও রাস্তায় মানুষের উপস্থিতি তেমন কমেনি। তাই বাংলাদেশ সেনাবাহিনী জেলাজুড়ে শতভাগ লকডাউন নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে।

প্রথমত তারা তাদের ফোর্স নিয়ে শুধু শহরকেন্দ্রিক টহল নয়, তারা প্রবেশ করছেন অলিতে-গলিতে। যেখানে গাড়ি ঢুকছে না সেখানে পায়ে হেটে গলিতে ঢুকছেন। ঘরে ঘরে যাচ্ছেন। সচেতন করছেন মানুষকে। দিনের বেলায় রস্তায় প্রয়োজনে বের হতে দিলেও সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাইরে বের হতে দিচ্ছেন না। শুধু ঔষধ কেনার ক্ষেত্রে একটু ছাড় দিচ্ছেন তবে রাস্তার দাড়ানোর সুযোগ পাচ্ছে না। রেলস্টেশন, বাস স্টেশন, যুবকদের আড্ডাখানাগুলোতে সেনাবহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া বিনোদদনকেন্দ্র, গোমতি নদীর পাড়ও সেনাবাহিনীর টহল চলছে।

সেনাবাহিনী পাড়ামহল্লার মসজিদগুলোতে যাচ্ছেন। কথা বলছেন ইমাম সাহেব, মুয়াজ্জিনদের সাথে। ৫ জনের বেশি যাতে লোক মসজিদে না থাকে সেই বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। কথা বলছেন কাউন্সিলর, চেয়ারম্যানদের সাথে। যার যার এলাকায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

এছাড়া অনেকটা গোপনে ফকির, নিঃস্ব যাদের থাকার জায়গা নেই রাস্তা ছাড়া তাদেরকে আর্থিক সহায়তা করছেন সেনাবাহিনী।

জেলাজুড়ে কম মূল্যে নিত্যপণ্যের বিক্রির স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করেছেন সেনাবাহিনী। সেখানে সামাজিক দূরত্ব বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে, নগরীর তেলিকোনা, বালুতুপা, চকবাজার, কাপড়িয়াপট্টি, মোগলটুলি, হাউজিং, মেডিক্যাল কলেজ রোড, ই পিজেড রোড, টমছমব্রীজ, বাখরাবাদ, শাসনগাছা, বাদশামিয়ার বাজার, রাণিরবাজার, গোমতীর পাড়সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি সামাজিক দুরত্ব সৃষ্টি, মাস্ক ব্যবহার এবং অযথা রাস্তায় ঘুরাফেরা বন্ধে সেনাবাহিনী কাজ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহবুব আলম জানান, কুমিল্লায় ৭ জন করোনা পজেটিভ রোগি পাওয়া গেছে। তাই আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। টহল জোরদার করা হয়েছে। চারদিকে নজরদারি বেড়েছে। অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।