ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কুবির বিজ্ঞান অনুষদের ডিনের কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের ডিন পদের উপর আরোপিত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের করা পিটিশনের ভিত্তিতে চেম্বার বিচারপতি মোহাম্মদ আলী আজম এই আদেশ দেন। এর ফলে বিজ্ঞাম অনুষদের ডিন পদের কার্যক্রমের উপর আরোপিত আইনি বাধা কেটে গেলো।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের জানান, ‘আমরা হাইকোর্টের দেওয়া ডিন নিয়োগ ও কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলাম। চেম্বার বিচারপতি সেই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তাই এখন আর বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের কার্যক্রম চালাতে কোনও বাধা থাকবে না’।

এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দুর রহমান বিজ্ঞান অনুষদে ডিন নিয়োগে অধ্যাপকদের মাঝে জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী ডিন নিয়োগের আইন না মানার অভিযোগ তুলে উচ্চ আদালতে রিট আবেদন করেন। তার করা রিটের প্রেক্ষিতে গত ৯ মার্চ উচ্চ আদালতের এম. এনায়েতুর রহিম এবং মোস্তাফিজুর রহমান এর সমন্বিত বেঞ্চ বিজ্ঞান অনুষদের ডিন পদে নিয়োগ ও ওই অনুষদের ডিনের কার্যক্রমের উপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।

সেই স্থগিতাদেশের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ১২ মার্চ তা প্রত্যাহার করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন ড. দুলাল চন্দ্র নন্দীর অনুষদ পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।

এ বিষয়ে মন্তব্য জানতে ফোন করা হলে রিটকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ডিন নিয়োগ প্রক্রিয়া ও রিটের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানিয়েছিলেন, ‘আমরা আইনের ধারা অনুযায়ী ডিন নিযুক্ত করেছি। এ ব্যাপারে কারও দ্বিমত থাকলে তিনি রিট করতে পারেন। আমরা রিট খারিজে ব্যবস্থা নিবো।’