ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুবির সমাবর্তনে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

প্রথম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কনফারেন্স কক্ষে ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা হয়েছে। সভায় সমাবর্তনে অংশগ্রহণে শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি ৩৫৫০ টাকা, স্নাতকোত্তরসহ জনপ্রতি ৪০৫০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

২০২০ সালের ২৭ জানুয়ারি কুবির প্রথম সমাবর্তনে যোগদান করার সম্মতি প্রকাশ করায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভা শুরু করেন ভিসি।

সভায় বিভিন্ন পূর্ণাঙ্গ উপ-কমিটি গঠনের প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

এদিকে সমাবর্তন আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো হতে যাওয়া এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) থেকে ৮ম ব্যাচ (২০১৩-১৪) পর্যন্ত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। একইভাবে স্নাতকোত্তর পর্যায়ে ১ম ব্যাচ থেকে ৬ষ্ঠ ব্যাচ (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন।

স্নাতক পর্যায়ের তিন হাজার ৫৫০জন এবং স্নাতকোত্তর পর্যায়ের দুই হাজার ৫২জন শিক্ষার্থী সুযোগ পাচ্ছেন কালো গাউন ও টুপি পরিধান করার।

তবে শিক্ষাবর্ষ একই হলেও ৫ বছর মেয়াদী স্নাতক পর্যায় সম্পন্ন না হওয়ায় সমাবর্তনে অংশ নিতে পারবে না বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একইসাথে সান্ধ্যকালীন কোর্সের কোনো শিক্ষার্থীও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবে না বলে জানিয়েছেন সমাবর্তন আয়োজক কমিটির সদস্য-সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতর প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মচারী প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা।

সভা শেষে ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সমাবর্তন আয়োজনের স্থান পরিদর্শন করেন।