ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

কুমিল্লা খন্দকার হক টাওয়ারের ১৮ লক্ষ টাকা ভাড়া মওকুফ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ জুন ২০২০  

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশব্যাপী অঘোষিত ‘লকডাউন’ চলছে। যার ফলে সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে মানুষের কর্মব্যস্ততা। দেশব্যাপী দেখা দিচ্ছে নানা সংঙ্কট। দীর্ঘদিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। সংসার চালানোর চিন্তার চেয়েও কপালে অধিক চিন্তার ভাজ পড়েছে দোকান ভাড়া নিয়ে। এসব ব্যবসায়ীদের কথা চিন্তা করে দুই মাসের বিদ্যুৎ বিল (মার্কেট সার্ভিস চার্জ সহ) ও এক মাসের জমিদারি ভাড়া সম্পূর্ণ রূপে মওকুফ করেছেন খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ্ব জামাল খন্দকার।

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খন্দকার হক টাওয়ার৷ ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, মার্কেটে দোকান রয়েছে প্রায় ৪ শতাধিক। দোকানগুলো থেকে মালিকপক্ষ প্রতি মাসে জমিদারি ভাড়া পায় কয়েক লক্ষ টাকা। ব্যবসায়ীদের লোকসানের কথা চিন্তা করে তিনি সবগুলো দোকানের দুই মাসের বিদ্যুৎ বিল ( মার্কেট সার্ভিস চার্জ সহ) ও এক মাসের জমিদারি ভাড়া সম্পূর্ণ রূপে মওকূফ করেছেন। সর্বমোট প্রায় ১৮ লক্ষ টাকা মওকুফ করেছেন মার্কেটের চেয়ারম্যান আলহাজ্ব জামাল খন্দকার ও ব্যবসায়ী সমিতি। দোকান ভাড়া মওকুফের ঘোষণায় খুশি ব্যবসায়ীরাও।

মার্কেটের ব্যবসায়ী আরিফ জামান বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল। গত ১ জুন থেকে দোকান এবং মার্কেট খুললেও ক্রেতা তেমন একটা নেই এবং বিক্রিও তেমন একটা হচ্ছে না৷ যার ফলে আমাদের বিরাট অংকের টাকা লোকসান গুণতে হচ্ছে। আর কতদিন এ অবস্থা থাকবে সেটাও আমাদের জানা নেই। এ অবস্থায় দোকানের ভাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু মার্কেটের মালিক ভাড়া মওকুফের ঘোষণা দেয়ায় আমরা অনেকটা স্বস্থিতে আছি। আমি আশা করব দেশের প্রতিটি মার্কেটের মালিক যেন এভাবে ব্যবসায়ীদের পাশে দাঁড়ান।

খন্দকার হক টাওয়ারের মালিক সমাজসেবক আলহাজ্ব জামাল খন্দকার বলেন, করোনাভাইরাস মোকাবেলা করতে হলে আমাদেরকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমি ভাড়া না নিলে তেমন কোন সমস্যা হবে না। কিন্তু দোকান-পাঠ বন্ধ থাকার কারণে ভাড়া নিলে ব্যবসায়ীদের অনেক সমস্যা হবে। সেই কথা মাথায় রেখে আমি দুই মাসের বিদ্যুৎ বিল (মার্কেট সার্ভিস চার্জ সহ) ও এক মাসের জমিদারি ভাড়া নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, এই মহামারি মোকাবেলায় সকল মার্কেটের মালিককে এভাবে ভিাড়াটিয়াদের পাশে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের সকলেরই অনেক ক্ষতি হবে।