ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অন্ধকার দূরীকরণের দাবি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যুতের বিল বাকি থাকা ও নিজস্ব বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায়, এক বছর চার মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে শিল্পকলা একাডেমীর। এমনকি নেই পানি সরবরাহের ব্যবস্থাও। আর এতে করে স্থবির হয়ে পড়েছে সাংস্কৃতিক কার্যক্রম। সংস্কৃতি চর্চার অন্যতম এ স্থানটি দীর্ঘ তিনমাস যাবৎ বিদ্যুৎহীন থাকায়, ক্ষুব্ধ কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা। অচিরেই এ সমস্যা সমাধানের দাবি তাদের।
গতকাল ১ জুলাই কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির বিদ্যুৎ সংযোগ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেন, কুমিল্লার সংস্কৃতি কর্মীরা। এরপর শিল্পকলা একাডেমি সংস্কার, বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মানের দাবিতে জেলা প্রশাসক আবুল ফজল মীর এর কাছে স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতি কর্মীরা। তাঁরা কুমিল্লাকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়াত আলী খাঁ, শচীন দেব বর্মন এর শহর। শিল্প সংস্কৃতির শহর উল্লেখ করে কুমিল্লা জেলা লিল্পকলা একাডেমি বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মানসহ সংস্কারের দাবি জানান সংস্কৃতিকর্মীরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহির বলেন, যে শিল্পকলায় শতাধিক সংগঠনের কর্মকান্ড, সে শিল্পকলাটি এখন ১ বছর ৪ মাস বিদ্যুৎবিহীন অবস্থায় বন্ধ রয়েছে। সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে আছে। গত দেড় বছরে সংস্কৃতি কর্মকান্ড পিছিয়ে আছে। আমাদের দাবি দ্রুত শিল্পকলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হোক।
এডভোকেট শহিদুল হক স্বপন বলেন, কেন বিদ্যুৎ বিহীন শিল্পকলা একাডেমি রয়েছে এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় ভালো বলতে পারেন। তবে আমরা যেটা বলব কুমিল্লা হচ্ছে সংস্কৃতির ঐতিহ্যের জেলা। এ জেলার প্রাণকেন্দ্র হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি। শিল্পকলাকে কেন্দ্র সাংস্কৃতিক কর্মকান্ডগুলো পরিচালিত হয়। সংস্কৃতি বান্ধব সরকারের আমলে কুমিল্লার মত একটা জেলায় শিল্পকলায় বিদ্যুৎ থাকবেনা, সংস্কারের অভাবে নাট্যকর্মীরা কাজ করতে পারবেনা, এটার মত দুঃখজনক বিষয় আর কি হতে পারে।
সংলাপ কুমিল্লার পরিচালক শাহজাহান চৌধুরী বলেন, অচিরেই শিল্পকলায় বিদ্যুৎ আসতে হবে। এবং শিল্পকলার অবকাঠামোগত সকল উন্নয়ন দাবি করেন। কুমিল্লাকে এগিয়ে নিতে হলে সংস্কৃতির জায়গাকে গুরুত্ব দিতে হবে। পথিকৃৎ কুমিল্লা সংস্কৃতির শহর হিসেবে পরিচিত।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক বলেন, স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি মন্ত্রণালয়ে ডিউ লেটার প্রদান করেছেন। মন্ত্রণালয়ের সচিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। এবং সচিব মহোদয় বলেছিলেন, অচিরেই সমস্যা সমাধান করা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিল্পকলার এ সমস্যার সমাধান হওয়া উচিত।