ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) অনার্স দ্বিতীয় বর্ষ রসায়ন, পদার্থ ও গণিত বিভাগে ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের অভিযোগ, অনার্স দ্বিতীয় বর্ষে ব্যবহারিক পরীক্ষা বাবদ রসায়ন বিভাগে ৩’শ, পদার্থে ৪’শ এবং গণিত বিভাগে ৫’শ ২০ টাকা অতিরিক্তভাবে আদায় করছে সংশ্লিষ্ট বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি পদার্থ, ২৫ ফেব্রুয়ারি রসায়ন বিভাগে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি গণিত বিভাগে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার রশিদ ছাড়াই নগদ টাকার মাধ্যমে ব্যবহারিক খাতা জমা নিচ্ছে উক্ত বিভাগগুলো। বিভাগের শিক্ষকদের এমন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি অতিরিক্ত আদায়কৃত অর্থ ফিরিয়ে দেয়া হোক।
তবে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের দাবি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করানো হয়েছে। ওই ক্লাসের ফি নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রসায়ন বিভাগের একাধিক ছাত্র-ছাত্রী বলেন, আমাদের ব্যবহারিক বিষয়ে ক্লাস নেওয়া হয়েছে। এসব ক্লাসের বিনিময়ে কোনও ফি নেওয়ার নিয়ম নেই। কিন্তু এই ব্যবহারিক ক্লাসের ফি, বিভাগের উন্নয়ন ফিসহ নানা খাত দেখিয়ে অন্যায়ভাবে ব্যবহারিক পরীক্ষার পূর্বেই বাধ্যতামূলক ফি আদায় করছে বিভাগের শিক্ষাকরা। টাকা বিনিময়ে শিক্ষকরা ব্যবহারিক পরীক্ষায় নাম্বার দিয়ে থাকেন।

হাবিব নামে রসায়ন বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী জানান, আগে থেকেই রসায়ন বিভাগসহ বিজ্ঞান অনুষদের প্রত্যেকটি বিভাগে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় নাম্বারের ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে আসছে শিক্ষকগণ।

শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কুভিকের পদার্থ বিভাগের প্রধান বিজয় কৃষ্ণ রায় বলেন, ব্যবহারিক পরীক্ষার জন্য কলেজ থেকে যে অর্থ ধার্য করা হয়, সেই টাকা দিয়ে পরীক্ষা চালিয়ে নিতে কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে ৩’শ টাকা হারে নেওয়া হচ্ছে। যে শিক্ষার্থী ৪’শ টাকা নেওয়ার অভিযোগ করেছে সে ভুল বলেছে। আমাদের বিভাগে কোন শিক্ষক নিজের জন্য শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ কখনও আসেনি এবং আসবেও না।

গণিত বিভাগের প্রধান মুনির আহম্মেদ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ৫’শ ২০ টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। কিন্তু বিভাগের স্টাফ ওজায়ের এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান ব্যবহারিক খাতা জমা দেওয়ার সাথে ৫’শ ২০ টাকাও জমা দিতে হবে।

রসায়ন বিভাগের প্রধান সাইফুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মোতাবেক ৩’শ টাকা হারে নেওয়া হচ্ছে। এর বাহিরে কোন অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় না।

অভিযুক্ত বিভাগগুলোর বিষয়ে জানতে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।