ব্রেকিং:
মোবাইল ব্যাংকিং: ২২ কোটি গ্রাহকের লেনদেন ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ইসরায়েলে হামলার পর বাইডেনকে ফোন দিলেন নেতানিয়াহু ৩১ দিন পর বাংলাদেশি সেই ২৩ নাবিক মুক্ত তরুণ-তরুণীর ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, কারা তারা? তরমুজের গায়ে এবার ‘মৌসুম শেষের’ হাওয়া, বেড়েছে দাম চালক-সুপারভাইজারের মৃত্যু নিয়ে গল্প সাজিয়েছেন হেলপার: পুলিশ এবার কুকি-চিনের সহযোগী লাল বম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আ.লীগ নেতা আটক কেএনএফের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর ফোর্বসের বিলিয়নিয়ার প্রকাশ, ধনীদের তালিকায় বাংলাদেশের আজিজ খান ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি বিএনপির ‘বয়কট ভারত’ আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস ভাড়া কমিয়ে প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে জামায়াতের অনুসারী বেশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম মেট্রোরেল চলাচল স্বাভাবিক বুয়েটে ছাত্রলীগের প্রবেশ: অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল
  • বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

কুমিল্লার দুটি আসনে জাপার দুই এমপি‘র সম্পদের পরিমাণ বেড়েছ লাফিয়ে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

কুমিল্লার দুটি আসনে জাপার দুই এমপি‘র সম্পদের পরিমাণ লাফিয়ে বেড়েছে। দশম ও একাদশ সংসদ নির্বাচনের সময় জমা দেয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

দশম সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়জন আওয়ামী লীগ এবং বাকী দুইজন জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। আওয়ামী লীগের এমপিদের সঙ্গে জাপার দুই এমপি নুরুল ইসলাম মিলন ও আমির হোসেনের সম্পদও বেড়েছে কয়েকগুণ।

কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসন থেকে নির্বাচিত হন মো. আমির হোসেন। আগের হলফনামায় ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ছিল আড়াই লাখ টাকা তা এবার দাঁড়িয়েছে ছয় লাখ ৬২হাজার ২৬২টাকায়। গতবার তার নিকট নগদ টাকা ছিলো দেড় লাখ, এবার তা দাঁড়িয়েছে ৪১ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকায়। আগে বৈদেশিক মুদ্রা না থাকলেও এবার তা দাঁড়িয়েছে দুই হাজার ডলারে।

তার বর্তমান গাড়ির মূল্য ৫৮ লাখ ৫০ হাজার ২২৯টাকা। স্বর্ণের পরিমাণও বেড়েছে সাত ভরি থেকে ২০ তোলাতে। গতবার ৬০হাজার টাকার ইলেকট্রনিক্স পণ্য ছিলো, এখন এক লাখ ২০হাজার টাকার। আসবাবপত্র ছিলো তিনটি খাট এবং একটি সোফা সেট। এবার হলফনামায় তার কোনো আসবাবপত্রের কথা উল্লেখ নেই। বর্তমানে কৃষি জমি রয়েছে ১৫ শতক। চাষহীন জমি কিনেছেন নয় শতক ১৯ লাখ ১০ হাজার টাকা দিয়ে। ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ করে বিল্ডিং করেছেন। তার ঋণ ও মামলা কোনোটাই নেই।

এদিকে দশম সংসদ নির্বাচনের সময় জমা দেয়া হলফনামায় আমির হোসেন উল্লেখ করেন তিনি এসএসসি পাশ, একাদশে উল্লেখ করা হয় তিনি আলিম পাশ(মাদ্রাসা লাইনে এইচএসসি)। মাদ্রাসা শিক্ষকদের দাবি জেনারেল লাইনে এসএসসি পাশ করা কেউ মাদ্রাসা থেকে আলিম পাশ করার কথা নয়।

আমির হোসেন বলেন, দশম সংসদ নির্বাচনে আলিমের সার্টিফিকেট হাতে পাননি তাই এসএসসি উল্লেখ করেছেন।

কুমিল্লা-৮(বরুড়া) আসন থেকে নির্বাচিত হন নুরুল ইসলাম মিলন। আগের হলফনামায় কৃষিখাত থেকে তার কোনো আয় ছিলনা। এবার কৃষিখাতে আয় ২ লাখ টাকা। গতবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা থেকে আয় ছিলো নয় লাখ ৯০ হাজার। এবার তা দাঁড়িয়েছে ১২লাখ টাকায়। সঞ্চয়, শেয়ার, ব্যাংক আমানত থেকে নতুন করে আয় বেড়েছে তিন লাখ টাকা। এমপি হিসেবে সম্মানী পান ২৩ লাখ ৭৫ হাজার টাকা। মুক্তিযোদ্ধা ভাতা পান দেড় লাখ টাকা। গতবার তার নগদ টাকা ছিলো ৫০হাজার, এবার তা দাঁড়িয়েছে দুই লাখ টাকায়। আগে গাড়ি না থাকলেও এবার কেনা গাড়ির মূল্য ৪০লাখ টাকা। সেভিংস সঞ্চয়পত্রে রয়েছে তিন লাখ টাকা। স্বর্ণের পরিমাণ বেড়েছে ১০ ভরি থেকে ২৫ভরিতে। ২০হাজার টাকার ইলেকট্রনিক্স পণ্য থেকে এবারে বেড়েছে তিন লাখ টাকায়। কৃষি জমির পরিমাণ বাড়েনি, ৬০একর রয়েছে বর্তমানে। ১০লাখ টাকা দিয়ে কিনেছেন এক একর চাষহীন জমি কিনেছেন। এক লাখ টাকা খরচ করে গ্রামে বিল্ডিং করেছেন। এবার উল্লেখ করেছেন দুই লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন। আগে ঢাকার কলবাগানে ৬০লাখ টাকায় বাড়ি করেছেন। এবার সেখানে ৭০লাখ টাকা উল্লেখ করেছেন। আগে তার সাড়ে ১৫লাখ টাকার ঋণ থাকলেও এবার ঋণমুক্ত তিনি। একটি মামলা থাকলেও সেটি প্রত্যাহার করা হয়।