ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। 
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভার পর দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব বলেন, “আওয়ামী লীগ উপ মহাদেশের একটি প্রাচীনতম দল। যার ইতিহাস অনেক সমৃদ্ধ। বঙ্গবন্ধুর আওয়ামীলীগ সারা বিশ্বে এখন সুপরিচিত। এ দলের একজন কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে হয়”। 
তিনি বলেন, “আওয়ামী লীগ শান্তিপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দলটি এখন আরো সু-সংগঠিত। প্রিয় নেত্রী দেশকে বিশ্ববাসীর কাছে উন্নয়নের মাধ্যমে তুলে ধরেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে আমি নিজে অনেক কিছু পেয়েছি। একজন কৃষকের সন্তান থেকে মন্ত্রী পর্যন্ত হয়েছি। প্রিয় নেত্রীর কাছে চির ঋণী”। 
মুজিবুল হক বলেন, “আওয়ামী লীগকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের জন্য কাজ করবো। নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে আরো সংগঠনমূখী হতে হবে। দলের সার্থ চিন্তা করতে হবে। দলের জন্য কাজ করে যান। একদিন ঠিকই আপনার মূল্যায়ন হবে”।
সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, সহ সভাপতি আলকাসুর রহমান কোকা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোপন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক আশিকুর নবী বাপ্পী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ মিজান, যুব ও ক্রীড়া সম্পাদক খালেদ মাহমুদ চঞ্চল, জেলা ছাত্র লীগের সভাপতি আবু তৈয়ব অপিসহ যুব লীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।