ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় জিল্লুর হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে কাদের

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

কুমিল্লায় যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় গ্রেফতার আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

কাদের ওই মামলার ৯ নম্বর আসামি। আলোচিত এ হত্যাকাণ্ডের ৮ দিন পার হলেও ঘটনার অন্য আসামিরা এখনো গ্রেফতার হয়নি। 

আবদুল কাদের সদর দক্ষিণ থানার কালিকিংকরপুর গ্রামের আলী আজমের ছেলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ সূত্র জানায়, আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই খালেকুজ্জামান। 

বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৯ নম্বর আমলি আদালতের বিচারক মো. জালাল উদ্দিন আবেদনের শুনানি শেষে আসামি আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। মামলার ৯ নম্বর আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শিগগিরই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাবো।  হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার বাদী ও নিহত জিল্লুর রহমানের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বলেন, ঘটনার মূলহোতাসহ মামলার আসামিদের গ্রেফতারে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আমাদের পুরো পরিবার আসামিদের ভয়ে এখনো তটস্থ।  দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাই। 

যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে। জিল্লুকে নিজের কর্মী দাবি করেছেন কুমিল্লার সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।