ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৮

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৮ জন নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে পুলিশ।

দুপুর আড়াইটায় দাউদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ডে সিডিএম পরিবহনের একটি বাস নুরন্নাহার নামের এক নারী পথচারিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই নারীসহ বাসের দুই যাত্রী নিহত হন। নিহত ওই নারী দাউদকান্দির গোপচর গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী বলে জানা গেছে। এছাড়া বাসে থাকা দুই যাত্রীও পানিতে ডুবে মারা যান। নিহত বাসযাত্রীর একজন দাউদকান্দির কুশিয়ারা গ্রামের শরীফ আলীর ছেলে মো. সুমন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস ইলিয়টগঞ্জ ব্রিজে একটি ক্যাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের সুপারভাইজার। আর হাসপাতালে নেয়ার পথে নিহত হন বাসের হেলপার। নিহত হেলপার মানোয়ার হোসেন মানিকগঞ্জের হরিরামপুর থানার কাজিকান্দার গ্রামের ইদ্রিস শেখের ছেলে। সুপারভাইজার ফাহাদ আল রাজী ফয়সাল কুমিল্লার সদর দক্ষিণর লালবাগের কায়কোবাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মহাসড়কের বুড়িচংয়ে কোরপাইয়ে দুপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের যাত্রী টাঙ্গাইল সদরের আশেকপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির ও একই জেলার টাকুরটাকুর এলাকার আশেক আলীর ছেলে মজিবুর রহমান নিহত হন।

এছাড়া কুমিল্লা ক্যান্টনমেন্টমেন্ট এলাকায় দুপুরে দুর্ঘটনায় উদ্ধারে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের রেকার চাপায় এক বেদে নারীও নিহত হয়েছেন। নিহত এই নারীর নাম আনছারি মণ্ডল। তিনি মুন্সীগঞ্জের বিক্রমপুরের সজীব মণ্ডলের স্ত্রী। একটি মারুতি গাড়ি থেকে পড়ে যাওয়ার পর রেকারের চাপায় পড়েন তিনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান পৃথক পৃথক এসব দুর্ঘটনায় মোট ৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।