ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় তেঁতুলের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯  

কুমিল্লার চৌদ্দগ্রামে তেঁতুলের প্রলোভন দেখিয়ে, তাওহীদা ইসলাম ইলমা নামে, ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল সকালে ডাকাতিয়া নদীতে কাঁথা ও মশারি পেঁচানো অবস্থায়, তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ধর্ষককে গণধোলাই, দিয়ে তার দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধর্ষক বাপ্পিসহ আরো ৪জনকে গ্রেপ্তার করে। পরে ইলমার লাশ উদ্ধার করে শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত ইলমা, চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কন্যা এবং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী বাড়ির ইলমাকে, জাকির হোসেনের পুত্র মাঈন উদ্দিন বাপ্পি(২০) ও আবুল কালামের ছেলে মিজানুর রহমান(১৯) তেতুলের প্রলোভন দেখিয়ে বাপ্পিদের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে, প্রথমে লাশ বাপ্পির ঘরের সিলিংয়ের উপর লুকিয়ে রাখে। পরে রাতে বাড়ির পার্শ্ববর্তী ‘মরা ডাকাতিয়া’ নদীতে লাশটি কাঁথা ও মশারি মুড়িয়ে পানির নিচে মাটিতে লুকিয়ে রাখে।
শুক্রবার রাত পর্যন্ত স্কুল ছাত্রী ইলমাকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা মাইকিং ও পাশের ডাকাতিয়া নদীতে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরদিন শনিবার সকালে, এলাকাবাসী সন্দেহভাজনকভাবে বাপ্পিকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। তার দেয়া তথ্যমতে শেষে ডাকাতিয়া নদীর পানির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির সাথে মোড়ানো কাঁথা ও মশারি ধর্ষক বাপ্পির বলে নিশ্চিত হন তারা।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে এলাকায় হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ধর্ষক বাপ্পিকে গণধোলাই দিয়ে দুইটি ঘর, একটি খড়ের গাদা আগুনে পুড়িয়ে দেয় এবং তার সহযোগি মিজানের দুইটি ঘর ভাংচুর করে।
ইলমার মা হাছিনা বেগম জানান, ধর্ষক বাপ্পির বাড়িতে একটি তেঁতুল গাছ আছে। ইলমা স্কুল থেকে আসা-যাওয়ার পথে প্রায়ই বাপ্পি তাকে তেঁতুলের প্রলোভন দেখাতো। ঘটনার দিন শুক্রবার বিকেলে তেঁতুলের কথা বলেই ইলমাকে তার ঘরে নিয়ে যায় বাপ্পি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, স্কুল পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও চারজনকে। উত্তেজিত জনতা বাড়িঘরে অগ্নিসংযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।