ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় নববধূকে তুলে নেয়ার অপচেষ্টায় কলেজ ছাত্রলীগের কমিটি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯  

দেবিদ্বারে ছাত্রলীগ নেতার নেতৃত্বে, বৌ-ভাত অনুষ্ঠানে হামলা চালিয়ে, নববধূকে তুলে নেয়ার চেষ্টার ঘটনায়, বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি, আবু তৈয়ব অপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি, ইসমাইল হোসেনের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৭ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, দেবিদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের জাকির ফরাজীর মেয়ে ফাতেমা আক্তার, যখন তার স্বামীর বাড়ি সাহারপাড় গ্রামের ছিদ্দিকুর রহমানের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত, তখনই সেখানে ১০টি মাইক্রোবাসযোগে ৪০/৫০ জন বখাটে নিয়ে বৌ-ভাত অনুষ্ঠানে হামলা চালায় ইসমাইল। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে অনুষ্ঠানের লোকজনদের মারধর করে কনেকে তুলে নেয়ার চেষ্টা চালায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাদেরকে ঘেরাও করলে, ইসমাইল ও সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা জাফর হোসেন, সজিব পাল, কাউছার আহম্মেদ, আলী হোসেন, মেহেদী হাসান, মো. আলম ও নাইদুল ইসলামসহ ৭ বখাটেকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 
ফাতেমার বাবা জাকির ফরাজী জানান, তার মেয়ে ফাতেমা আক্তার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়া অবস্থায়, ছাত্রলীগ নেতা ইসমাইল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ফাতেমার বিয়ের খবর পেয়ে সে একাধিকবার ফাতেমাকে হুমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছিল। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃত সাত বখাটে ছাড়াও হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা ইসমাইল ও তার সহযোগী সাকিবসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। 
এদিকে ওই ঘটনার পর শনিবার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি শনিবার এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করার কারণে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায়, বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।