ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় ‘বাড়ি দখল করতে’ মা-মেয়েকে পেটানোর অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

কুমিল্লা সদর উপজেলায় ‘সম্পত্তি সংক্রান্ত বিরোধের’ জেরে এক বিধবা নারী ও তার মেয়েকে পেটানোর অভিযোগ উঠেছে।

গত সোমবার উপজেলার বারপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার ফাঁড়ির এসআই বিমল দাস।

বিধবা ওই নারীর ভাষ্য, তাদের ‘সম্পত্তি দখল’ করে এলাকা ছাড়া করতেই হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

ঘটনার দুইদিন পার হলেও থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে অভিযোগ তুলে তিনি বলেন, উল্টো পুলিশের সহযোগিতায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

তবে পুলিশের ভাষ্য, বাদী-বিবাদীরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলেছেন; পুলিশ নিজে মীমাংসার কোনো উদ্যোগ নেয়নি।

বুধবার দুপুরে সরেজমিনে ওই বিধবার বাড়িতে গিয়ে দেখা গেছে, বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তার মেয়ে। মেয়ের মাথার পাশে বসে আছেন মা। ঘটনার পর থেকেই মা-মেয়ে আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তারা।

মেয়েটির মায়ের অভিযোগ, গত সোমবার বিকালে তাদের উপর হামলা চালিয়েছেন প্রতিবেশী মন্তাজ মিয়া ও তার পরিবারের সদস্যরা। হামলার সময় মন্তাজ মিয়া বহিরাগত লোকজনও এনেছিলেন।

তিনি বলেন, “আমার স্বামী মারা গেছেন ২০২০ সালে। মৃত্যুর আগে মন্তাজ মিয়ার কাছে দুই গণ্ডা জায়গা বিক্রি করেন তিনি। সেখানে এখন দুইতলা বাড়ি করেছেন মন্তাজ। তার বিল্ডিংয়ের পাশেই আমাদের টিনের ঘর। বাড়ির ছাদের সব পানি আমাদের ঘরের দিকে ফেলেন মন্তাজ মিয়া। বৃষ্টি এলেই আমাদের ঘরে তাদের ছাদের পানি ঢোকে।

“এ নিয়ে তার মেয়ে প্রতিবাদ করলে মন্তাজ বলেন - এখানে বসবাস করতে হলে এভাবেই চলতে হবে।”

মন্তাজ মিয়া তাদের ঘরের জমিতে সম্পত্তি পাবেন দাবি করে তাদের সব কিছু সহ্য করতে নয়তো এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

এসব ঘটনার জের ধরেই সোমবার বিকালে তাদের উপর হামলা চালানো হয় বল ওই নারীর অভিযোগ।

তার মেয়ে বলেন, “হামলার সময় আমাদের মা-মেয়েকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এ ছাড়া আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে আমরা মা-মেয়ে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি।”

ঘটনার দিন রাতেই থানায় তার মা লিখিত অভিযোগ করেছেন দাবি করে তিনি বলেন, “কিন্তু পুলিশ এখনও মামলা নেয়নি। উল্টো স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে পুলিশ। আমরা আইনের মাধ্যমে ন্যায় বিচার চাই, স্থানীয়ভাবে মীমাংসা চাই না। মন্তাজ মিয়ার মূল উদ্দেশ হলো আমাদের বাড়ি থেকে বিতাড়িত করে সম্পত্তি দখল করা। এরই মধ্যে মামলা তুলে নিতে আমাদের চাপ দেওয়া হচ্ছে।”

বুধবার বিকালে এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত মন্তাজ মিয়ার মোবাইল ফোনে কল করা হলে এক নারী রিসিভি করে বলেন, “মন্তাজ মিয়া ঘরে নেই। এ ছাড়া তিনি এসব বিষয়ে কথা বলবেন না।”

ওই নারী নিজের পরিচয় দিতে রাজি হননি।

বিধবার দায়ের করা লিখিত অভিযোগটির তদন্ত করছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির এসআই বিমল দাস।

মামলা নিতে গড়িমসির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন দুপক্ষই বলেছেন তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করবেন। পুলিশ বাদীকে স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ দিয়েছে – এটা ভিত্তিহীন কথা। তারা নিজেরা বিষয়টি সমাধান করতে না পারলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।”