ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কুয়াকাটা সৈকতের আকাশে প্যারাসুট

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

প্যারাসুট! সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এ বস্তুটি সচরাচর দেখা মেলে না। এটি মূলত আত্মরক্ষার জন্য বিমানে রাখা হয়। আবার পর্যটকদের মনোরঞ্জনের জন্য এটি বিভিন্ন পর্যটন স্পটে ব্যবহার করা হয়। তবে প্যারাসুট ওড়াতে প্রয়োজন হয় প্রশাসনের অনুমতি। এবার কুয়াকাটা সমুদ্রসৈকতে প্যারাসুট উড়িয়েছেন লিটন নামের এক ট্যুরিজম ব্যবসায়ী।

 

রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে এ প্যারাসুট ওড়ানো হয়। মূলত পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়। আর এ প্যারাসুট ওড়া একনজর দেখতে কুয়াকাটা সৈকতে ভিড় জমান পর্যটকরা। এ সময় পাখির চোখে সৈকত উপভোগ করতে চান অনেক পর্যটক। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককেই ওঠানো হয়নি প্যারাসুটে।

 

ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক কবির তালুকদার বলেন, ‘বিকেলে সৈকতে বসেছিলাম। এ সময় হঠাৎই আকাশে একটি প্যারাসুট উড়তে দেখি। তখন আমি নিজেও প্যারাসুটে উঠতে চাইলে জানতে পারি পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে। তাই আর উঠতে পারলাম না।’

কুমিল্লা থেকে আসা কবির হোসেন বলেন, ‘বেশ ভালো লেগেছে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনুমতি না থাকায় নিজে প্যারাসেলিং করতে পারলাম না।’

 

কুয়াকাটা বিচ ট্যুরিজমের স্বত্বাধিকারী লিটন খান বলেন, ‘রোববার প্রথমবার পরীক্ষামূলকভাবে প্যারাসেলিং করা হয়। কিন্তু প্রশাসনিকভাবে অনুমোদন না পাওয়ায় বাণিজ্যিকভাবে পর্যটকদের ওঠাতে পারছি না।’ তিনি আরও বলেন, জুলাই মাসে জেলা প্রশাসনের কাছে অনুমোদনের জন্য আবেদন করেছি। আশা করছি, খুব শিগগিরই অনুমোদন পেয়ে যাব।’

 

লিটন খান আরও জানান, প্যারাসুট ওড়াতে এখানে একটি স্পিড বোট কেনা হয়েছে। নিরাপত্তার সব দিকও খেয়াল রাখা হচ্ছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটছে। আগত পর্যটকরা এখানে কক্সবাজারের স্বাদ চাচ্ছেন। এখানে পর্যটকদের বিনোদনে প্যারাসেলিংসহ স্ক্রুটার প্রয়োজন। তবে এগুলো হতে হবে পর্যটকবান্ধব।

 

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, প্যারাসুট পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এটা কীভাবে ওড়ানো যাবে বা এটি বিচবান্ধব কি না কিংবা এটা বিচে ওড়ানো সম্ভব কি না, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না—এসব দিক বিবেচনা করে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।