ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ক্যান্সারের নকল ওষুধ বাজারজাত, ৩ জনকে সাজা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯  

রাজধানীর পশ্চিম নাখাল পাড়ায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্যান্সারের নকল ওষুধ সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে। তাদের হলো- মো. আনিছুর রহমান (৩২), মো. দেলোয়ার হোসেন ওরফে নবেল (৩৫) ও মো. জুলফিকার হায়দার (৩৬)।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করে র‌্যাব-৩ এর একটি দল ও বিএসটিআইয়ের বিশেষজ্ঞরা।মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফজলুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘ওসিসেন্ট-৮০’ এর মোড়কে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানায়, পাশের দেশ ভারত থেকে ক্যান্সারের নিম্নমানের ওষুধ এনে দেশের নামি-দামি কোম্পানীর বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের মোড়কে বাজারজাত করে আসছিল তারা। ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ‘ওসিসেন্ট’ ব্র্যান্ডের ১ বক্স ওষুধের মূল্য ১৫ হাজার টাকা। কিন্তু প্রতারক চক্র ভারত থেকে আনা নিম্নমানের ভেজাল ওষুধ মাত্র ৭ সাত হাজার ৫শ’ টাকায় অসাধু বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

জিজ্ঞাসাবাদে আটক আনিছুর রহমান স্বীকার করেছে, সে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার হওয়ার সুবাদে দুই সহযোগীর মাধ্যমে ওইসব ওষুধ বাজারে বিক্রি করে আসছে।

আদালত এসব অপরাধে ও আটক তিন জনের দোষ স্বীকারের পর আনিসুর রহমানকে ২ বছর, তার সহযোগী নোবেলকে ২ বছর ও জুলফিকার হায়দারকে ১ বছরের কারাদণ্ড দেন। এছাড়া, প্রত্যেককে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।